চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

করোনায় বিশ্বে মৃতের সংখ্যা ২ লাখ ৬৫ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

৭ মে, ২০২০ | ১২:২১ অপরাহ্ণ

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃতের সংখ্যা ২ লাখ ৬৫ হাজার ছাড়িয়েছে। এছাড়া আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৩৮ লাখ।

জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্সেস এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৭ মে) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ লাখ ২২ হাজার ৯৫৫ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২ লাখ ৬৫ হাজার ৮৫ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৩ লাখ ২ হাজার ৯৯৮ জন।

করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে শীর্ষ অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় দেশটিতে দুই হাজার ৫২৮ জনের মৃত্যু হয়েছে। এতে করে মৃতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৮০৭ জনে দাঁড়িয়েছে। আর আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৬৩ হাজার ১৮৩ জন।

মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরেই ইতালি। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৯ হাজার ৬৮৪ জনের মৃত্যু হয়েছে। আর সংক্রমিত হয়েছেন ২ লাখ ১৪ হাজার ৪৫৮ জন।

যুক্তরাজ্যে করোনায় মৃতের সংখ্যা ৩০ হাজার ৭৬ জনে দাঁড়িয়েছে। আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১০৫ জনে।

ইউরোপের দেশ স্পেনে মৃতের সংখ্যা ২৫ হাজার ৮৫৭ জনে দাঁড়িয়েছে। আর আক্রান্ত ২ লাখ ৫৩ হাজার ৬৮২ জন। এছাড়াও ফ্রান্সে করোনায় মৃতের সংখ্যা ২৫ হাজার ৮০৯ জনে দাঁড়িয়েছে। আর আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ৭৪ হাজার ১৯১ জন।

ব্রাজিলে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬১১ জনে পৌঁছেছে। আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার ৫৮৮ জনে।

এদিকে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৫২ হাজার ৯৮৭ জনে দাঁড়িয়েছে। দেশটিতে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৮৫ জন।

বাংলাদেশে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৭১৯ জনে পৌঁছেছে। আর মৃতের সংখ্যা ১৮৬ জনে দাঁড়িয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট