চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পরাজয়ের বেদনা ভুলতে ৩ ভাষায় কবিতা লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়

২৬ মে, ২০১৯ | ১:২৪ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনার ডেস্ক :
ভারতের সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে নিজের দল তৃণমূলের ভরাডুবির পর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কবিতা লিখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হিন্দি, ইংরেজি ও বাংলা এই তিন ভাষাতেই কবিতা লিখেছেন।
ধারণা করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সভাপতি অমিত শাহকে উদ্দেশ্য করেই তিনি কবিতাগুলো লিখেছেন। যদিও কবিতায় তিনি কালো নাম উল্লেখ করেননি।
দু’দিন আগে লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়। তাতে গোটা দেশের মতো বাংলাতেও দারুণ ফল করেছে বিজেপি। রাজ্যের ৪২ টি আসনের মধ্যে ২২টিতে জিতেছেন তৃণমূল প্রার্থীরা। ১৮টিতে জিতেছেন বিজেপি প্রার্থীরা। কংগ্রেস জিতেছে দুটি আসনে। বামেরা ভোট গণনা শুরু থেকে একবারও কোনও আসনে এগিয়ে যেতে পারেনি। একটি ছাড়া অন্য সমস্ত আসনে বাম প্রার্থীদের জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট