চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

দ্বিতীয়বারের মতো বিরোধী দলীয় নেতা পাচ্ছে না লোকসভা

২৫ মে, ২০১৯ | ১:৪৯ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : ২০১৪ সালের ১৬ তম লোকসভার মতো এবারও টানা দ্বিতীয়বারের মতো বিরোধী দলের নেতা বঞ্চিত থাকতে যাচ্ছে ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ। বৃহস্পতিবার ঘোষিত ফল অনুযায়ী বিজেপি নেতৃত্বাধীন জোটের বড় জয়ের পর দ্বিতীয় একক বড় হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে কংগ্রেস। তারা পেতে যাচ্ছে ৫১টি আসন। ৫৪২ আসনের লোকসভায় বিরোধী নেতা নির্বাচন করতে হলে কোনও দলের অন্তত ৫৫টি আসন থাকা দরকার। সেই হিসেবে কংগ্রেস থেকে বিরোধী দলীয় নেতা নির্বাচনে আরও ৪ আসনের দরকার হলেও তা সম্ভবত পাচ্ছে না দলটি।
ভারতে বিরোধী দলীয় নেতা একটি সাংবিধানিক নিয়োগ। কেন্দ্রীয় পর্যবেক্ষক কমিশন, কেন্দ্রীয় তথ্য কমিশন, ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন এবং ন্যাশনাল জুডিশিয়াল নিয়োগ কমিশনের অংশ এই বিরোধী দলীয় নেতা। পার্লামেন্টের নিয়ম অনুযায়ী, বিরোধী দলীয় নেতা নিয়োগ পেতে হলে পার্লামেন্টে অন্তত দশ শতাংশ বা ৫৫টি আসন থাকতে হয়। তবে বৃহস্পতিবার ঘোষিত ফল অনুযায়ী কোনও দলই ওই সংখ্যক আসন পাচ্ছে না। ৫১টি আসন পেয়ে কংগ্রেসই বৃহত্তম বিরোধী দল হতে যাচ্ছে। ২০১৪ সালে বিজেপি পেয়েছিল ২৮২ আসন। মিত্রদের নিয়ে তাদের আসন দাড়ায় ৩৩৬-এ। সেবার ইতিহাসের সবচেয়ে খারাপ ফল করে ভারতের সবচেয়ে পুরনো দল কংগ্রেস। জওহরলাল নেহরু ও রাজিব গান্ধী প্রধানমন্ত্রী থাকার সময়ে পার্লামেন্টে কোনও বিরোধী দলীয় নেতা ছিল না। ১৯৮৪ সালে রাজিব গান্ধী প্রধানমন্ত্রী হওয়ার সময়ে কংগ্রেস পেয়েছিল ৪০৪ আসন। প্রয়োজনের চেয়ে তিন আসন কম পেয়েও তখন বিরোধী দলীয় নেতা হয়েছিলেন তেলেগু দেশম পার্টির (টিডিপি’র) প্রধান।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট