চট্টগ্রাম সোমবার, ২৯ মে, ২০২৩

সর্বশেষ:

২৫ মে, ২০১৯ | ১:৪৭ পূর্বাহ্ণ

আমেথিতে রাহুলের হারের জেরে কংগ্রেসের শীর্ষ বৈঠক আজ

ইন্টারন্যাশনাল ডেস্ক : লোকসভা নির্বাচনে শোচনীয়ভাবে পরাজয়ের পর আজ শনিবার দলীয় বৈঠক ডেকেছে ভারতীয় জাতীয় কংগ্রেস। এ দিন স্থানীয় সময় সকাল ১১টার দিকে অনুষ্ঠেয় বৈঠকে দলটির কার্যকরী কমিটির শীর্ষ নেতৃত্ব অংশ নেবে। দেশের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, সোনিয়া গান্ধীসহ দলের শীর্ষ পর্যায়ের নেতারা এতে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। গতকাল শুক্রবার স্থানীয় সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা যায়। দলটির পরবর্তী করণীয় এবং নেতৃত্ব নিয়ে আলোচনা হতে পারে নির্বাচনে বড় ধাক্কা খাওয়ার পরের এ বৈঠকে।
এদিকে, শুক্রবার সকাল থেকে দলের নির্বাচনে পরপর দুইবার ভরাডুবির দায় নিজেদের কাঁদে নিয়ে কংগ্রেস নেতারা পদত্যাগ করতে শুরু করেছেন বলে জানা গেছে। ইতোমধ্যেই কংগ্রেসের উত্তর প্রদেশের প্রধান রাজ বাব্বরসহ তিন রাজ্যপ্রধান রাহুল গান্ধীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। রাহুলের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন কর্তাটক কংগ্রেসের সিনিয়র নেতা এইচকে পাতিলও। তিনি এবারের নির্বাচনে প্রচার ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্বে ছিলেন। সূত্র বলছে, এসব বিষয়েও আলোচনা হবে বৈঠকে। এছাড়া কংগ্রেসের ঐতিহ্যবাহী আসন বা গান্ধী পরিবারের সবসময়ই জয়ী হয়ে আসা নির্বাচনকেন্দ্র উত্তর প্রদেশের আমেথিতে রাহুলের হেরে যাওয়ার বিষয়েও আলোচনা হবে শীর্ষ পর্যায়ের বৈঠকটিতে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট