চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

করোনায় মৃত্যুতে চীনকে ছাড়িয়ে গেল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

১ এপ্রিল, ২০২০ | ১১:৫৩ পূর্বাহ্ণ

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে মৃতের সংখ্যায় এবার চীনকে ছাড়িয়ে গেলে যুক্তরাষ্ট্র ওয়ার্ল্ডওমিটারের বুধবার সকালের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৯০ জনের। একই সময়ে চীনে মৃতের সংখ্যা ৩ হাজার ৩০৫। মঙ্গলবার যুক্তরাষ্ট্রে একদিনেই ৭৪৮ জনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে একদিনে দেশটিতে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা এটি। 

ঠিক এক মাস আগে, গত ১ মার্চ করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ছিল ৩ হাজার ৫০ জন। তার মধ্যে ২ হাজার ৯১২ জনই ছিলেন চীনের। তখন ভাইরাসটি ছড়িয়েছিল অর্ধশতাধিক দেশে।

১ মার্চ যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ৭৫ জন। এক মাসের ব্যবধানে তা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮৮ হাজার ৫৭৮ জনে। যা বিশ্বে সর্বোচ্চ। একই সময় দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছিল। ঠিক এক মাস পর এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৮৯০ জনে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ইউরোপের পর করোনাভাইরাসের মূল কেন্দ্র হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ । এখন এ রোগের সংক্রমণ বিশ্বের ১৮০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪২ হাজার ১৫১ জনের এবং আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৫৮ হাজার ৭৮৫ জন। 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট