চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

কমোরোস মাড়িয়ে মোজাম্বিকে সাইক্লোন কেনেথ

২৭ এপ্রিল, ২০১৯ | ২:৩৩ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : পূর্ব আফ্রিকার দ্বীপদেশ কমোরোসের পর সাইক্লোন কেনেথ মোজাম্বিকে আছড়ে পড়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে এটি ঘণ্টায় ২২০ কিলোমিটার বেগের বাতাস নিয়ে দেশটির উত্তর উপকূলে আঘাত হানে বলে জানিয়েছে বিবিসি। কেনেথ এরই মধ্যে কমোরোসের অন্তত তিনজনের প্রাণ কেড়ে নিয়েছে। পরিস্থিতি মোকাবেলায় মোজাম্বিক উত্তর উপকূল সংশ্লিষ্ট এলাকাগুলো থেকে প্রায় ৩০ হাজার লোককে সরিয়ে নিয়েছে। সাইক্লোন আইডাইয়ের আঘাত সামলে ওঠার আগেই নতুন এ সাইক্লোন দেশটির অর্থনীতিকে আরও বিপর্যস্ত করবে বলেই আশঙ্কা করা হচ্ছে। গত মাসে আঘাত হানা আইডাইয়ে মোজাম্বিক, মালাউয়ি ও জিম্বাবুয়েতে ৯০০-রও বেশি মানুষ নিহত হয়; মানবিক সাহায্য জরুরি হয়ে ওঠে ওই অঞ্চলের ৩০ লাখ বাসিন্দার।

শেয়ার করুন