চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সিউলে এক অফিসেই আক্রান্ত ৫০

১১ মার্চ, ২০২০ | ২:৩৭ পূর্বাহ্ণ

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি কল সেন্টার থেকে ৫০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৪৬ জন কর্মী, বাকি চারজন আক্রান্তদের পরিবারের সদস্য।
দেশটির স্বাস্থ্য বিষয়ক কর্তৃপক্ষ গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। এর মাধ্যমে দেশটিতে একক কোনো ঘটনায় এতো সংখ্যক মানুষ প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হলো।
শেষ খবর পাওয়া পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় সাড়ে সাত হাজার মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। যার বেশিরভাগই দক্ষিণাঞ্চলীয় শহর দেইগুর। এছাড়া দেশটিতে ভাইরাসে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ বিভাগের সহকারী পরিচালক কৌন জুন-উক এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ওই কল সেন্টারের ৪৬ জন কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, আর তা পরিবারের চার সদস্যের শরীরে সংক্রমিত হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট