চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

হ্যাটট্রিক জয়ের পথে মমতা

আন্তর্জাতিক ডেস্ক

২৩ মে, ২০১৯ | ২:৫৮ অপরাহ্ণ

বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে।  এখন পর্যন্ত প্রাপ্তফল অনুযায়ী, দেশজুড়ে বড় ব্যবধানে এগিয়ে আছে ক্ষমতাসীন নরেন্দ্র মোদির বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। তবে পশ্চিমবঙ্গের সিংহাসন বরাবরের মতো দখলে রেখেছে তৃণমূল কংগ্রেস। ৪২টি আসনের মধ্যে ২২টিতে জয় নিশ্চিত করে পশ্চিমবঙ্গে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষিত ফলাফলে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস পেয়েছে ২২টি আসন। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পেয়েছে ১৯টি আসন। প্রদেশটিতে কংগ্রেস পেয়েছে মাত্র একটি আসন।

আজ বৃহস্পতিবার সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়। ভারতীয় নির্বাচন কমিশনের প্রাথমিক গণনায়, ৫৪২ আসনের পার্লামেন্টে ৩৮ আসনে এগিয়ে বর্তমান ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ। এদিকে, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট এগিয়ে রয়েছে ১০২ আসনে।  অন্যান্য দলগুলোর অবস্থান ১১৬।  উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে বিজেপি এগিয়ে থাকলেও পশ্চিমবঙ্গে এখনও শক্ত অবস্থান তৃণমূল কংগ্রেসের।

তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সালে ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসেন।  ২০১৪ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে মমতা পান ৩৪টি আসন।  কংগ্রেস তাদের থলিতে ভরে চারটি আসন।  আর বামফ্রন্ট এবং বিজেপি পায় দুটি করে আসন।  এবার নির্বাচনের আগেই মমতা লক্ষ্য নেন ৪২টি আসনের সবগুলোতেই জেতার।

১৭তম লোকসভার ২৯টি প্রদেশের ৫৪২টি আসনের সাত ধাপের নির্বাচনী তফসিল ঘোষিত হয়েছে। এবার প্রায় ৯০ কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। গত ১১ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত অনুষ্ঠিত হয় এই নির্বাচন। ১৪টি বুথফেরত জরিপের মধ্যে ১২টি-ই আভাস দিয়েছে আবারও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট।

ভারতের সংসদ দ্বিকক্ষ-বিশিষ্ট। এর মধ্যে একটি হলো লোকসভা, এটি নিম্নকক্ষ; আরেকটি রাজ্যসভা, সেটি উচ্চকক্ষ। লোকসভায় মোট আসন ৫৪৫। এর মধ্যে ৫৪৩ আসনে সরাসরি নির্বাচন হয়। বাকি দুটি আসনে অ্যাংলো-ইন্ডিয়ান প্রতিনিধিকে মনোনীত করে আনা হয়। সরকার গঠনের জন্য লোকসভায় ২৭২ আসনের প্রয়োজন।

পূর্বকোণ/ পলাশ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট