চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

তুরস্কের পার্লামেন্টে এমপিদের মারামারি

৬ মার্চ, ২০২০ | ৭:৫৫ পূর্বাহ্ণ

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে নিয়ে অসম্মানজনক মন্তব্য করায় দেশটির পার্লামেন্টে এমপিদের মধ্যে তুমুল মারামারির ঘটনা ঘটেছে। গত বুধবার বিরোধী দল ‘রিপাবলিকান পিপলস পার্টি’র সংসদ সদস্য এনজিন অজগোকের বক্তব্যের জের ধরে ওই মারামারির ঘটনা ঘটে। এরই মাঝে মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। খবরে বলা হয়, সম্প্রতি এক সংবাদ সম্মেলন ও টুইটার পোস্টে এনজিন অজগোক রিসেপ তাইয়েপ এরদোগানের বিরুদ্ধে কয়েকদিন আগে সিরিয়ার ইদলিবে নিহত হওয়া তুর্কি সেনাদের অসম্মান করার অভিযোগ তোলেন। শুধু তাই নয়, এর সূত্রে অজগোক এরদোগানকে ‘অজ্ঞ, নীচ ও বেঈমান’ বলেও গালমন্দ করেন। ওই সংসদ সদস্য এরদোগানের বিরুদ্ধে সিরিয়ার যুদ্ধে তুর্কি শিশুদের পাঠানোরও অভিযোগ তোলেন। অথচ এরদোগান নিজের সন্তানদের সামরিক সংশ্লিষ্টতা থেকে দূরে রেখেছেন বলে উল্লেখ করেন তিনি। বুধবার অজগোকের ওই মন্তব্যের জেরেই পার্লামেন্টে তুমুল হাঙ্গামা ও মারামারির ঘটনা ঘটে। ছবিÑ আল জাজিরা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট