চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মিম বানিয়ে টেসলায় চাকরি

পূর্বকোণ ডেস্ক

২৩ মে, ২০১৯ | ২:০৬ অপরাহ্ণ

জনপ্রিয় মিম নির্মাতা অ্যাডাম কোসজারিকে চাকরি দিয়েছেন টেসলার সিইও ইলন মাস্ক। আগামী জুলাইয়ে মিম নির্মাতা টেসলার সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন। বর্তমানে তিনি একটি মিউজিয়ামের ম্যানেজার হিসেবে কাজ করছেন।বিলিয়নিয়র ইলন মাস্কের সঙ্গে তার সাক্ষাৎ মিমের সূত্র ধরেই হয়েছিল।
২০১৮ সালে অ্যাডাম তার কর্মস্থল দ্য মিউজিয়াম অব ইংলিশ রুরাল লাইফের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ভেড়ার ছবি পোস্ট করেন। ভেড়ার শিং দুটি বেশি বড় হওয়ায় ছবিটি পোস্ট করেছিলেন তিনি। ক্যাপশনে লেখেন, এটা দেখো, একদম মিলে গেছে।গ্রামের ব্রিটিশ নাগরিকদের জীবন কেমন ছিলো তা এই এক ছবিতেই বোঝা যাচ্ছিল। তাই মিউজিয়ামের টুইটার পেইজে ছবিটি রেখে দেন অ্যাডাম।মিমটি ভাইরাল হলে দ্য মিউজিয়াম অব ইংলিশ রুরাল লাইফের টুইটার পেইজটি বেশ পরিচিতি পায়। এক বছর পর হঠাৎ করেই ইলন মাস্কের চোখে পড়ে মিমটি। এরপর নিজের প্রোফাইল পিকচারে ভেড়ার ছবিটি পোস্ট করে বায়োতে লেখেন, একদম মিলে গেছে।
এরই সূত্র ধরে মিউজিয়ামের প্রোফাইল পিকচারে ইলন মাস্কের ছবি দেন অ্যাডাম কোসজারি।
ব্যস, এভাবেই দুনিয়ার শীর্ষ ২৫ ক্ষমতাশালী ব্যক্তির তালিকায় থাকা ইলন মাস্কের নজরে পড়ে টেসলায় চাকরি জোটে অ্যাডাম কোসজারির।

শেয়ার করুন