চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আফগানিস্তানের বিষয়ে চুক্তি সইয়ের অধিকার যুক্তরাষ্ট্রের নেই : ইরান

২ মার্চ, ২০২০ | ১:৫৮ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : আফগানিস্তানের তালেবান ও আমেরিকার মধ্যে চুক্তি সইয়ের প্রতিক্রিয়ায় ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, এ ধরণের চুক্তি সইয়ের কোনো অধিকার আমেরিকার নেই। মার্কিন সেনা উপস্থিতিই আফগানিস্তানে যুদ্ধ ও অশান্তির মূল কারণ। তেহরান সেদেশে শান্তি প্রতিষ্ঠার যেকোনো আফগান উদ্যোগে সহযোগিতা করবে। খবর পার্সটুডের।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ রবিবার এক বিবৃতিতে আরও বলেছে, মার্কিন সেনারা অবৈধভাবে আফগানিস্তানে অবস্থান করছে। সেদেশ থেকে মার্কিন সেনাদের বহিষ্কার হচ্ছে শান্তি ও নিরাপত্তার পূর্ব শর্ত। মার্কিন সেনাদের বিতাড়নের যেকোনো প্রচেষ্টা সেখানে শান্তি প্রতিষ্ঠার পথে সহায়ক ভূমিকা পালন করবে। আমেরিকা এ ধরণের চুক্তি সইয়ের মাধ্যমে আফগানিস্তানে নিজেদের উপস্থিতিকে বৈধতা দিতে চায় বলে তেহরানের বিবৃতিতে মন্তব্য করা হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, আফগানিস্তানে তখনি কেবল টেকসই শান্তি চুক্তি সম্ভব হবে যখন তালেবানসহ সেদেশের রাজনৈতিক সংগঠনগুলোর অংশগ্রহণে আফগানদের মধ্যে আলোচনা হবে এবং প্রতিবেশী দেশগুলোর দৃষ্টিভঙ্গিও গুরুত্ব পাবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট