চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ইতালিতে করোনাভাইরাসে প্রথম মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

২২ ফেব্রুয়ারি, ২০২০ | ২:১১ অপরাহ্ণ

ইতালির উত্তরাঞ্চলীয় শহর পাদুয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭৮ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার এ ঘটনা ঘটে।

দেশটির দেশটির স্বাস্থ্য অধিদপ্তর জানায়, উত্তর ইতালিতে প্রায় ১৫ জন প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ ঘটনার পর ওই অঞ্চলের মানুষকে তাদের নিজ বাসভবনে থাকতে বলা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের সামাজিক অনুষ্ঠান-কার্যক্রম।

সবশেষ তথ্য অনুযায়ী, চীনে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২২৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্রান্ত রোগীর সংখ্যা ৭৫ হাজার ৪৬৫ জন। আর ১৮ হাজারের বেশি রোগীকে এখন পর্যন্ত চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো ধরা পড়ে নভেল করোনা ভাইরাস। এখন পর্যন্ত এটি আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জাপান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের অন্তত ২৫টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট