চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

জাপানে সেই প্রমোদতরীতে দুই যাত্রীর মৃত্যু

অনলাইন ডেস্ক

২০ ফেব্রুয়ারি, ২০২০ | ৫:২৫ অপরাহ্ণ

জাপানে প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসে’র দুই যাত্রীর মৃত্যু হয়েছে। জাপানের স্থানীয় গণমাধ্যম জানায়, মারা যাওয়া দুজনই ৮০ বছর বয়সী এবং তারা জাপানের নাগরিক ।

নিহতদের মধ্যে একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও অন্যজন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন। খবর বিবিসির।

জাপানের স্বাস্থ্যমন্ত্রী ক্যাটসুনোবু কাটো জানিয়েছেন, উভয় যাত্রীর শরীরে লক্ষণ দেখার পর তাদের হাসপাতালে পাঠানো হয়। আমি বিশ্বাস করি, তারা সর্বোত্তম চিকিৎসা পেয়েছেন।  

প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেস জাহাজটিতে ৩ হাজার ৭শরও বেশি যাত্রী রয়েছেন। এদের মধ্যে ৬২১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদিকে বৃহস্পতিবারও ডায়মন্ড প্রিন্সেস প্রমোদতরী থেকে যাত্রীদের নামিয়ে আনার কাজ অব্যাহত রয়েছে । গত ৩ ফেব্রুয়ারি জাপানের ইয়োকোহামায় ডায়মন্ড প্রিন্সেস ক্রুজ শিপটি এসে পৌঁছানোর পর এটিকে আলাদা করে রাখা হয়। এর আগে গত মাসে এই জাহাজের এক যাত্রীর শরীরে করোনা ভাইরাস সনাক্ত হওয়ার পর তাকে হংকংয়ে নামিয়ে দেয়া হয়।

গত ৩ ফেব্রুয়ারি জাপানের ইয়োকোহামায় ডায়মন্ড প্রিন্সেস প্রমোদতরীটি পৌঁছানোর পর এটিকে আলাদা করে রাখা হয়। এর আগে গত মাসে এই জাহাজের এক যাত্রীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর তাকে হংকংয়ে নামিয়ে দেওয়া হয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট