চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চলে গেলেন কাট, কপি এবং পেস্টের উদ্ভাবক 

আন্তর্জাতিক ডেস্ক

২০ ফেব্রুয়ারি, ২০২০ | ১:৪৩ অপরাহ্ণ

কাট, কপি এবং পেস্টের উদ্ভাবক কম্পিউটার বিজ্ঞানী ল্যারি টেসলার আর নেই। ৭৪ বছর বয়সে মারা গেছেন এই প্রখ্যাত কম্পিউটার বিজ্ঞানী।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। হাতেগোনা যে কয়েকজন উদ্ভাবকের কারণে ব্যক্তিগত কম্পিউটারের ব্যবহার সহজ হয়েছে ল্যারি টেসলার তাদের অন্যতম। খবর বিবিসির।

এদিকে টেসলারের মৃত্যুতে শোক জানিয়েছে তার দীর্ঘদিনের কর্মস্থল জেরোক্স। একটি টুইটে টেসলারের প্রতি শ্রদ্ধা জানিয়ে জেরোক্সের পক্ষ থেকে বলা হয়, ধন্যবাদ তার বৈপ্লবিক চিন্তাকে যেটা আপনার কাজকে আরো সহজ করেছে।

১৯৬০ সালে যখন কম্পিউটারের প্রচলন খুব একটা হয়নি তখনই প্রযুক্তি উপত্যকা খ্যাত সিলিকন ভ্যালিতে কর্ম জীবন শুরু করেন ল্যারি টেসলার।

ল্যারি টেসলারর ১৯৪৫ সালে নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন। তিনি ক্যালিফোর্নিয়ার স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। স্নাতক শেষ হওয়ার পরই মূলত তিনি কম্পিউটারের কাজকে আরো সহজ করার চেষ্টা করতে থাকেন। কম্পিউটার ইউজার ইন্টারফেসে বিপ্লব ঘটিয়েছেন এই বিজ্ঞানী।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট