চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

করোনায় ইউরোপে প্রথম মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

১৫ ফেব্রুয়ারি, ২০২০ | ৫:২৪ অপরাহ্ণ

করোনাভাইরাসে চীনের বাইরে এবার ফ্রান্সে ৮০ বছর বয়সী এক চীনা পর্যটকের মৃত্যু হয়েছে। এটি ইউরোপে প্রথম কোনো মৃত্যু। খবর বিবিসির।

চীনের বাইরে ইউরোপে প্রথম কোনো নারীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অগ্নেস বুজেন।

জানা যায়, ওই নারী চীনের হুবেই প্রদেশ থেকে ভ্রমণ করতে ১৬ জানুয়ারি ফ্রান্সে আসেন এরপর অসুস্থ হয়ে ২৫ জানুয়ারি তিনি হাসপাতালে ভর্তি হন।

ফরাসী স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, নিহত ওই চীনা পর্যটকের মেয়েও করোনায় সংক্রমিত হয়েছেন। তবে তিনি সুস্থ হয়ে উঠবেন বলে প্রত্যাশা করছেন মন্ত্রী আগনেস।

প্রসঙ্গত, এর আগে চীনের বাইরে মাত্র তিনজনের মৃত্যু হয়েছে যেখানে চীনে অন্তত ১৫০০ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

চীনের বাইরে যে তিনজন মারা গেছেন তারা হংকং, ফিলিপাইন ও জাপানের নাগরিক ছিলেন। কিন্তু এবারই প্রথম ইউরোপে কারো মৃত্যু হলো।

এর আগে ফ্রান্স মোট ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে। তাদের মধ্যে ৬ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসের নামকরণ করেছে কোভিড-১৯।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট