চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

৩৯৬ পড়ুয়ার শিক্ষা-ঋণ মেটাবেন এই কৃষ্ণাঙ্গ কোটিপতি

২২ মে, ২০১৯ | ১:৫৩ পূর্বাহ্ণ

হঠাৎই ঋণমুক্তির সুযোগ। পড়াশোনার খাতে নেওয়া ঋণ থেকে ছাড় পেয়ে যাচ্ছেন জর্জিয়ার ৩৯৬ জন স্নাতক পড়ুয়া। সৌজন্যে আফ্রিকান-বংশোদ্ভূত মার্কিন কোটিপতি রবার্ট স্মিথ। আট প্রজন্ম ধরে আমেরিকার বাসিন্দা এই কৃষ্ণাঙ্গ শিল্পপতি। মার্কিন মুলুকের প্রতি সেই ‘ঋণ’ মেটাতেই পড়ুয়াদের ঋণ শুধতে চান স্মিথ। রবিবার আটলান্টার মোরহাউস কলেজের তরফে সাম্মানিক ডক্টরেট দেওয়া হল স্মিথকে। সেই অনুষ্ঠানেই এই ঘোষণা করেছেন তিনি। আগেই পড়ুয়াদের বৃত্তি ও কলেজের নতুন ক্যাম্পাসের জন্য অনুদানের কথা ঘোষণা করেন স্মিথ। তার পরেই আসে পড়ুয়াদের ঋণ মেটানোর প্রতিশ্রুতি। উল্লাসে ফেটে পড়েন স্নাতক পড়ুয়ারা। স্মিথের এই উপহারকে মোরহাউস কলেজের অধ্যক্ষ ডেভিড এ টমাস ‘স্বাধীনতার উপহার’ আখ্যা দিয়ে জানান, পড়ুয়াদের নিজেদের স্বপ্নের পথে হাঁটতে সাহায্য করবে এই উপহার।

শেয়ার করুন