চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

হুবেইয়ের কমিউনিস্ট পার্টি প্রধানকে অব্যাহতি 

অনলাইন ডেস্ক

১৩ ফেব্রুয়ারি, ২০২০ | ৪:৪৭ অপরাহ্ণ

হুবেই প্রদেশের কমিউনিস্ট পার্টির প্রধানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। চীনের প্রাণঘাতী করোনাভাইরাসের কারণেই তাকে অব্যাহতি দেয়া হয়েছে।

হঠাৎ করেই রুদ্রমূর্তি ধারণ করেছে চীনের প্রাণঘাতী করোনাভাইরাস। ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ২৪২ জন। মারা যাওয়া ওই ২৪২ জনের সবাই হুবেইপ্রদেশের। যা একদিনে মৃত্যুর আগের রেকর্ডের দ্বিগুণেরও বেশি।

এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ চীনা কমিউনিস্ট সরকার হুবেই প্রদেশের পার্টি প্রধানকে অব্যাহতির পাশাপাশি প্রাদেশিক কমিটির সেক্রেটারিকে দায়িত্ব থেকে সরিয়ে দেছে। এর পরিবর্তে সাংহাইয়ের সাবেক মেয়র ইয়িং ইয়োংকে দায়িত্ব দেয়া হয়েছে।

এর আগে হুবেই প্রদেশের স্বাস্থ্য কমিশনের প্রধান ও এই কমিশনে নিয়োজিত কমিউনিস্ট পার্টির সম্পাদককেও অপসারণ করা হয়েছিল।

এ ভাইরাসে চীনে আক্রান্তের সংখ্যা ৫৯ হাজার ৫৩৯ জন এবং চীনের বাইরে ৫২৪ জন। সব মিলিয়ে পুরো বিশ্বে আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ৬৩ জনে দাঁড়িয়েছে।

এখন পর্যন্ত মোট পাঁচ হাজার ৬৮০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, বুধবার ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৮৪০ জন।

পূর্বকোণ/টিএফ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট