চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

অ্যাসাঞ্জের বিরুদ্ধে আটকাদেশের আবেদন সুইডিশ কৌঁসুলিদের

২১ মে, ২০১৯ | ২:০৫ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক :
উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের অনুপস্থিতিতেই তার বিরুদ্ধে আটকাদেশ দিতে সোমবার স্থানীয় আদালতে আর্জি জানিয়েছেন সুইডিশ কৌঁসুলিরা। অ্যাসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের তদন্ত করছেন সরকারি কৌঁসুলিরা। আর্জিটি মঞ্জুর হলে এটি হবে অ্যাসাঞ্জকে ব্রিটেন থেকে সুইডেনের কাছে হস্তান্তর প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ। অ্যাসাঞ্জ এখন জামিনের শর্ত ভঙ্গের দায়ে ব্রিটেনে ৫০ সপ্তাহের কারাবাসের দ- ভোগ করছেন।
গত সপ্তাহে সুইডেন অ্যাসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণ অভিযোগের তদন্ত পুনরায় শুরু করে। ২০১০ সালে প্রথম এই অভিযোগ আনা হয়েছিল। কিন্তু অ্যাসাঞ্জ লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নিলে ২০১৭ সালে সুইডেন মামলাটি খারিজ করে। অ্যাসাঞ্জ অবশ্য ধর্ষণের এই অভিযোগ অস্বীকার করে আসছেন। সাত বছর ইকুয়েডর দূতাবাসে থাকার পর তাকে গত মাসে ওই দূতাবাস থেকে বের করে দেওয়া হয়। এরপর লন্ডন পুলিশ তাকে গ্রেপ্তার করে।
সহকারী প্রধান কৌঁসুলি ইভা-মারি পারসন এক বিবৃতিতে বলেছেন, ‘সম্ভাব্য ধর্ষণ ঘটনার সন্দেহভাজন হিসেবে অ্যাসাঞ্জকে তার অনুপস্থিতিতে আটকাদেশ দিতে ডিস্ট্রিক্ট কোর্টে আমি আবেদন করেছি।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট