চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

পাকিস্তানকে ৭ দিনেই ধুলোয় মিশিয়ে দিতে পারি: মোদি

আন্তর্জাতিক ডেস্ক

২৯ জানুয়ারি, ২০২০ | ৪:৩৭ অপরাহ্ণ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ শুরু হলে তাদের পরাজিত করতে ভারতীয় সেনাদের ৭ থেকে ১০ দিনের বেশি সময় লাগবে।

মঙ্গলবার নয়াদিল্লিতে জাতীয় সমর শিক্ষার্থী বাহিনীর (এনসিসি) এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি ওই মন্তব্য করেন।

গত ৫ আগস্ট ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিশেষ মর্যাদাসম্পন্ন ৩৭০ ধরা রদ করে ভারত। এ নিয়ে প্রতিবেশী দেশটির সঙ্গে ভারতের উত্তেজনা চরমে পৌঁছেছে। ভারতের এই বিতর্কিত পদক্ষেপের বিরুদ্ধে গোড়া থেকেই সরব রয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি এ নিয়ে জাতিসংঘে ভারতের বিরুদ্ধে যুগান্তকারী বক্তব্য রেখেছেন। এ নিয়ে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গড়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন পাক প্রধানমন্ত্রী। যদিও এতে তিনি তেমন সফল হননি। এই প্রেক্ষাপটেই পাকিস্তানের উদ্দেশ্যে মোদি এত বড় হুঁশিয়ারি উচ্চারণ করলেন।

ভারতীয় সংবাদ সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস জানায়, মঙ্গলবার দিল্লিতে ভারতীয় সশস্ত্র বাহিনীর যুব শাখার জাতীয় ক্যাডেটদের এক সমাবেশে এই হুমকি দেন মোদি।

এদিন পাকিস্তানকে কটাক্ষ করে মোদী বলেন, আমরা জানি যে, পাকিস্তান আমাদের সঙ্গে ৩টি যুদ্ধে পরাজিত হয়েছে। তাদের পরাজিত করতে আমাদের এক সপ্তাহ থেকে ১০দিনের বেশি লাগবে না। দশকের পর দশক তারা ভারতের সঙ্গে ছায়াযুদ্ধ করে চলেছে। এতে হাজার হাজার বেসামরিক মানুষ ও সেনা নিহত হয়েছেন।

কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী বলেন, কাশ্মীরকে সারা ভারতের সঙ্গে এক সারিতে দাঁড় করাতেই এর বিশেষ মর্যাদা রদ করা হয়েছে। এর মধ্য দিয়ে কাশ্মীরই লাভবান হবে। কাশ্মীর ভারতের মুকুটে এক রত্ন। বছরের পর বছর দুর্দশায় থাকা কাশ্মীরবাসীকে মুক্ত করা আমাদের দায়িত্ব ছিল।

মোদির এই বক্তব্যে অনেকে বিশেষজ্ঞরা ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে যুদ্ধে জড়িয়ে পড়ার ইঙ্গিত খুঁজে পাচ্ছেন। কেননা মোদির এই হুমকির মাত্র একদিন আগেই ভারত সেনাবাহিনী ৪০ দিনের যুদ্ধের জন্য সমরাস্ত্র মজুত করতে শুরু করেছে বলে খবর বেরিয়েছিল।

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন