চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

১০ হাজার অপারেশনকারী সেই নারী চিকিৎসক আর নেই

২৯ জানুয়ারি, ২০২০ | ৫:৩৪ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : চিকিৎসক জীবনে ১০ হাজারেরও বেশি অপারেশনকারী বিশ্বের সবচেয়ে প্রবীণ সার্জন ডা. আলা ইললিনিচনা লেভুশকিনা আর নেই।
গত ২৩ জানুয়ারি তিনি রাশিয়ার মস্কো শহরের রাইয়াজান সিটি হসপিটালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির বিভিন্ন গণমাধ্যমে এ সংবাদ প্রকাশ হয়েছে। ৮৯ বছর বয়সেও দিনে চারটি করে অপারেশন করতেন তিনি। ছোটবেলায় তিনি স্বপ্ন দেখতেন ভূবিজ্ঞানী হওয়ার। তিনি বিয়েও করেননি, সন্তানও নেননি। তার জীবন কেটেছে একটি স্টুডিও অ্যাপার্টমেন্টে ৮টি বিড়াল নিয়ে। তার দৈহিক উচ্চতা ছিল মাত্র ৪ ফুট ৯ ইঞ্চি। কিন্তু অদম্য মনোবল আর রোগীদের প্রতি আন্তরিকতা ছিল আকাশসম।

শেয়ার করুন