চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

আফগানিস্তানে ভয়াবহ বিমান হামলায় শিশুসহ নিহত ৭

অনলাইন ডেস্ক

২৭ জানুয়ারি, ২০২০ | ৩:১৬ অপরাহ্ণ

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বলখ প্রদেশে ব্যাপক বিমান হামলা চালিয়েছে সরকারি বাহিনী। এ হামলায় নারী ও শিশুসহ একই পরিবারের কমপক্ষে সাতজন নিহত হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। হামলার প্রতিবাদে সরকার বিরোধী বিক্ষোভ করেছে ওই এলাকার বাসিন্দারা। স্থানীয় নিউজ ওয়েবসাইট টোলো নিউজ জানায়, রোববার রাতে বিমান হামলায় নিহত সাতজন একই পরিবারের সদস্য। এদের মধ্যে তিনজনই শিশু। হামলার সময় তারা রাতের খাবার খেতে বসেছিলেন। ফলে এই হামলা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় লোকজন। বলখ প্রদেশের এক সংসদ সদস্য অভিযোগ করে বলেন, সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলোতেই বিমান হামলা চালানো হয়েছে।

আফগানিস্তানে এমন এক সময় এই হামলা চালানো হলো যখন তালেবান বিদ্রোহীদের সঙ্গে শান্তি আলোচনার প্রস্তুতি নিচ্ছে আফগান সরকার। দেশটিতে গত ১৯ বছর ধরে চলমান গৃহযুদ্ধ অবসানের লক্ষ্যে দীর্ঘদিন ধরে তালেবানদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে মার্কিন প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের চাপের মুখে এবার এ আলোচনায় অংশ নিতে সম্মত হয়েছে আফগানিস্তানের সরকার পক্ষ। আর এর মধ্যেই তালেবানদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলার খবর পাওয়া গেলো। এদিকে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের ৯টি প্রদেশ জুড়ে ১৩টি স্থল ও ১২টি বিমান হামলা চালানো হয়েছে। এসব হামলায় বহু ‘সন্ত্রাসী’ নিহত এবং ১৩ জন আহত হয়েছে। আরো কমপক্ষে ১৩ জনকে আটক করা হয়েছে। তবে ওই বিবৃতিতে সাত বেসামরিক নিহত হওয়া সম্পর্কে কিছু বলা হয়নি।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন