চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ইনটেলের চেয়ারম্যান হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ওমর ইশরাক

অনলাইন ডেস্ক

২৩ জানুয়ারি, ২০২০ | ৩:২১ অপরাহ্ণ

বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক ওমর ইশরাককে আমেরিকার বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান ইনটেলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন প্রতিষ্ঠানটি।  

সাত বছর দায়িত্ব পালনের পর অবসরে যাওয়া এন্ডি ব্রায়ান্টের জায়গায় স্থলাভিষিক্ত হচ্ছেন ওমর।

৬৪ বছর বয়সী ওমর মেডট্রনিক নামের একটি মেডিকেল প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হিসেবে কাজ করছিলেন। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রে। ইনটেলে নিয়োগের পর তিনি মেডট্রনিকের পদ থেকে সরে দাঁড়াবেন।

ওমর বাংলাদেশে বড় হয়েছেন। তিনি ইউনিভার্সিটি অব লন্ডন, কিংস কলেজ থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করেছেন। এ ছাড়া তিনি এশিয়া সোসাইটির বোর্ড অব ট্রাস্টির একজন সদস্য।

বোর্ড সভাপতি নির্বাচিত হওয়ার পর বুধবার রাতে টুইটারে ওমর ইশরাক ইনটেল নিউজের ঘোষণার পেজ শেয়ার করেন। তিনি লেখেন, ‘ইনটেলের মতো কোম্পানি যেটি কার্যত বিশ্বকে পরিবর্তন করে দিয়েছে, তার সেবা করতে সম্মানিত বোধ করছি। প্রযুক্তি সম্পর্কে আরও শিখতে এবং একটি দুর্দান্ত টিমের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে উৎসাহিত।’

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট