চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

বৈশ্বিক ডিজিটাল জনসংখ্যা সাড়ে ৪০০ কোটি!

অনলাইন ডেস্ক

২০ জানুয়ারি, ২০২০ | ১০:০০ অপরাহ্ণ

২০১৯ সালের অক্টোবর শেষে ৪৪৮ কোটি মানুষের হাতে ইন্টারনেট সেবা পৌঁছেছে, যা বিশ্বের মোট জনসংখ্যার ৫৮ শতাংশ। ইন্টারনেট ব্যবহারকারী বিবেচনায় শীর্ষ তিন দেশ হলো চীন, ভারত এবং যুক্তরাষ্ট্র।

ইন্টারনেট এখন মানুষের জীবনের অপরিহায্য একটি অনুষঙ্গ হয়ে উঠেছে। বিশ্বের কয়েকশ কোটি মানুষকে একে অন্যের সঙ্গে সংযুক্ত করে আধুনিক তথ্যভিত্তিক সমাজের স্তম্ভ হয়ে উঠেছে ইন্টারনেট। গত বছর শেষে বৈশ্বিক অনলাইন পেনিট্রেশনের হার ৫৭ শতাংশে পৌঁছেছে।

ইন্টারনেট পেনিট্রেশন বিবেচনায় শীর্ষে রয়েছে উত্তর আমেরিকা এবং উত্তর ইউরোপ। এ দুই দেশের মোট জনসংখ্যার ৯৫ শতাংশ মানুষ ইন্টারনেটের আওতায় এসেছে।

ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে এগিয়ে রয়েছে এশিয়া। এ অঞ্চলে ইন্টারনেট ব্যবহারকারী ২শ’ কোটি অতিক্রম করেছে। অন্যদিকে ৭০ কোটি ৫০ লাখ ইন্টারনেট ব্যবহারকারী নিয়ে দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে ইউরোপ।

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট