চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

২২টি গেম নিয়ে আসছে গুগলের গেম স্ট্রিমিং প্ল্যাটফরম

২৮ নভেম্বর, ২০১৯ | ৩:২৫ পূর্বাহ্ণ

গুগলের গেম স্ট্রিমিং প্ল্যাটফরম ‘স্টাডিয়া’ ২২টি গেম নিয়ে বাজারে আসছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) এই প্ল্যাটফরম আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। ইতোমধ্যে স্টাডিয়া নিয়ে আলোচনা শুরু হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে।

ভারতের প্রযুক্তিভিত্তিক গণমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানায়, শুরুতে ১২টি গেম নিয়ে স্টাডিয়া চালুর কথা শোনা গেলেও এতে আরও ১০টি গেম বাড়ানো হয়েছে। ফলে মোট ২২টি গেম নিয়ে চালু হতে যাচ্ছে এই প্ল্যাটফরম।
গুগলের ভাইস প্রেসিডেন্ট ফিল হ্যালিসনও এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্টাডিয়াতে আরও ১০টি গেম বাড়ানো হয়েছে। সব মিলিয়ে ২২টি গেম নিয়ে যাত্রা শুরু করবে স্টাডিয়া।

ফিল এক টুইটার পোস্টে লেখেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি যে স্টাডিয়ার গেম সংখ্যা বেড়েছে। মোট ২২টি গেম নিয়ে মঙ্গলবার এটি উন্মোচন করা হবে। আমাদের গেম ডেভেলপারদের অনেক ধন্যবাদ।

শুরুতে ১৪টি দেশে স্টাডিয়া চালু করা হবে। এরমধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, আয়ারল্যান্ড, ফ্রান্স, ইতালি, স্পেন ও নেদারল্যান্ডস। গুগলের গেম স্ট্রিমিং সার্ভিস পিক্সেল স্মার্টফোন ছাড়াও ক্রোম অপারেটিং সিস্টেম চালিত ট্যাবলেটগুলোতে চলবে।
[সূত্র : আনন্দবাজার পত্রিকা]

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট