চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

২৯ অ্যাপ ডিলিট করলো গুগল! আপনার ফোনে এখনো আছে?

১০ অক্টোবর, ২০১৯ | ১:৩২ পূর্বাহ্ণ

ভাইরাস থাকার অভিযোগে প্লে স্টোরে সম্প্রতি ২৯টি অ্যাপ ডিলিট করেছে গুগল। তবে অ্যাপগুলো গড়ে ১ কোটির বেশি ডাউনলোড হয়েছে।

যে ২৯টি অ্যাপ ডিলিট করা হয়েছে তার মধ্যে ২৪টি অ্যাপ ‘হাইডএড’ বিভাগের অন্তর্গত। যার অর্থ হলো অ্যাপগুলো খোলার সাথে সাথেই নিজেদের আইকন গুলোকে লুকিয়ে দিতো এবং হোম স্ক্রিনে শর্টকাট হিসাবে যুক্ত হতো।
কুইকহিল সিকিউরিটি ল্যাব থেকে জানানো হয়েছে, এই অ্যাপগুলোর

ব্যবহারকারী সহজেই আনইনস্টল করতে পারবেন না এবং আইকনটি হাইড থাকার কারণে ব্যবহারকারী অ্যাপটি আনইনস্টল করার বিকল্পটিও পাবেন না। কেউ চাইলে অ্যাপটির শর্টকাট সরিয়ে ফেলতে পারেন, তবে অ্যাপ্লিকেশনটি ডিভাইসে ইনস্টল থাকবে। বাকি পাঁচটি অ্যাপ ‘এডওয়ার’ বিভাগের অন্তর্গত। এই অ্যাপগুলো পপ-আপ অ্যাডের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করে অর্থ উপার্জন করছিল। এমনকি ইউটিউব, ফেসবুক ওপেন করলেও এই অ্যাপগুলো বিজ্ঞাপন দেখাতো। এর সাথে এই বিজ্ঞাপনগুলো ফোনের ব্যাকগ্রাউন্ডে

ব্যবহারকারীর অজান্তেই চলে ফোনকে স্লো করে দিতো, পাশাপাশি ফোনের ব্যাটারিও দ্রুত শেষ করতো।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট