একটা বিমান মানেই অসংখ্য যাত্রী, নিরাপত্তা, বিমানসেবিকা, বিমানচালক ও তাঁর সহযোগীরা। সঙ্গে থাকবে হাজারো জটিল যন্ত্রপাতি। কিন্তু এমনটা যদি হত, বিমানে চেপে বসা যেত, আর দিব্যি সাইকেলের মতো চালিয়ে উড়ে যাওয়া যেত আকাশে তাহলে সবাই অবাকই হতো। কিন্তু এমনটা কল্পনা নয়। বাস্তবেই এমনটা ঘটেছে। একটি বিমানের চালকের আসনে বসে পড়লেন যাত্রী। পা দুটো বিমানের বাইরে। এক্কেবারে হালকা ওজনের বিমানটি-সহ খানিকটা দৌঁড়ে গিয়ে তারপর সোঁ করে আকাশে পা দিলেন বিমানসহ যাত্রী। এক আসন বিশিষ্ট এই হাই টেক বিমানগুলি সুইজারল্যান্ডের একটি সংস্থার তৈরি। বৈদ্যুতিক একটি মোটরের মাধ্যমে চলে এই বিমান, জানিয়েছে সংস্থা।
এই হালকা বিমানে চেপে প্রায় ৫০০ কিমি পর্যন্ত টানা ওড়া যাবে। আল্পসের দু’দিক দিয়েই চালিয়ে নিয়ে যাওয়া হয়েছে এই বিমান। এই বিমানগুলিকে গ্লাইডারও বলছেন কেউ কেউ। সুইজারল্যান্ডের বিমান চালানোর এক ক্লাবে এই বিমান চালিয়েছেন অনেকেই। আমেরিকা ও অস্ট্রেলিয়াতেও পরীক্ষামূলক ভাবে চালানো হয়েছে এই বিমান। তা সফলও হয়েছে। গাড়ির বদলে যদি নিজের এমন একটি বিমান থাকত, তা হলে মন্দ হত না, বলছেন অনেকেই।এই বিমানটির নাম রাখা হয়েছে আর্কিওপটেরিক্স। প্রাগৈতিহাসিক আর্কিওপটেরিক্স পাখির নামেই রাখা হয়েছে এই বিমানের নাম।-অর্থসূচক