চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ইসরোকে অভিনন্দন পাকিস্তানের ভাবী মহাকাশচারী নমিরার

অনলাইন ডেস্ক

৯ সেপ্টেম্বর, ২০১৯ | ৬:০৮ অপরাহ্ণ

চন্দ্রাভিযানের জন্য ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোকে অভিনন্দন জানালেন পাকিস্তানের ভাবী মহিলা মহাকাশচারী নমিরা সেলিম। তাঁর মতে, চন্দ্রযান-২ শুধুমাত্র ভারতেরই নাম উজ্জ্বল করেনি, বরং গোটা দক্ষিণ এশিয়াকে  গর্বিত করেছে।

সম্প্রতি করাচির একটি বিজ্ঞান পত্রিকার পোর্টালকে ভারতের চন্দ্রযান-২ নিয়ে সাক্ষাৎকার দেন নমিরা। সেখানে তিনি বলেন, ‘‘চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ডার বিক্রমের পালক পতনের ঐতিহাসিক প্রচেষ্টার জন্য ভারত এবং ইসরোকে অভিনন্দন।

চন্দ্রযান-২ গোটা দক্ষিণ এশিয়ার জন্য একটা বড় সাফল্য উল্লেখ করে নমিরা বলেন, মহাকাশে দক্ষিণ এশিয়ার ভারতীয় উপমহাদেশের এই সাফল্য অত্যন্ত উল্লেখযোগ্য। কোন দেশ নেতৃত্ব দিচ্ছে, তাতে কিছু যায় আসে না। মহাশূন্যে রাজনৈতিক বেড়া বিলীন হয়ে যায়।”

আদতে পাকিস্তানি বংশোদ্ভূত হলেও, দুবাই এবং মোনাকোতেই থাকেন নমিরা সেলিম। প্রথম পাকিস্তানি মহিলা হিসাবে ২০০৭ সালে উত্তর  মেরু এবং ২০০৮ সালে দক্ষিণ মেরুতে পা রাখেন তিনি। সেই সূত্রেই ভার্জিন গ্যালাকটিকে চেপে মহাকাশে পা রাখার সুযোগ পেয়ে যান। তার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণও গ্রহণ করেছেন তিনি। তবে এখনও পর্যন্ত মহাকাশে পা রাখেননি।

পুর্বকোণ/তাসফিয়া

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট