চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

৬ মিনিটেই ফুল চার্জ মোবাইলে!

২৯ আগস্ট, ২০১৯ | ১:০৮ পূর্বাহ্ণ

সাধারণত অ্যান্ড্রয়েড ফোনে দ্রুত চার্জ শেষ হয়। এর বড় কারণ বৃহৎ ডিসপ্লে। আর হঠাৎ করে দ্রুত চার্জ ফুরিয়ে যাওয়ায় নানা সময়ে বিড়ম্বনায় পড়তে হয় আমাদের। আর এই বিড়ম্বনা এড়াতে ইদানিং অনেকেই পাওয়ার ব্যাংক ব্যবহার করে থাকেন।
কিন্তু পাওয়ার ব্যাংকেও চার্জ হতে যথেষ্ট সময় লাগে। এই সমস্যা দূর করতে এবার অভিনব উপায় নিয়ে হাজির হয়েছে কোয়ালকমের কুইক চার্জার। এতে খুব অল্প সময়ে চার্জ হয়ে যাবে আপনার হ্যান্ডসেটটি। মাত্র ৬ মিনিটেই ফুল চার্জ হয়ে যাবে স্মার্টফোনটি।

দ্রুত মোবাইল চার্জ করার এই পদ্ধতি সহজ করেছে ক্যামব্রিজের ইসিয়ন টেকনোলজি লিথিয়াম লোন ব্যাটারি প্রযুক্তি। লিথিয়াম লোন ব্যাটারিতে মাত্র ৬ মিনিটে মোবাইলে ফুল চার্জ হবে।
ইসিয়ন টেকনোলজির প্রতিষ্ঠাতা ড. জিন ডে লা ভার্পিলিয়ার এই বিশেষ প্রযুক্তি আবিষ্কার করেছেন। এতে ব্যাটারির গ্রাফাইট সম্পূর্ণ অন্য একটি ধাতব পদার্থে পরিণত হয়ে যায়।

তিনি বলেন, লিথিয়াম ব্যাটারির মূল উপাদান হলো পাউডার। এই বিশেষ পাউডারই মাত্র ৬ মিনিটে আপনার মোবাইল চার্জ করে দিতে পারে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট