চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সবচেয়ে হালকা ল্যাপটপ এখন এলজির

২৯ আগস্ট, ২০১৯ | ১:০৮ পূর্বাহ্ণ

সবচেয়ে হালকা ওজনের ল্যাপটপ বাজারে ছেড়েছে বলে দাবি করেছে প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলজি। অরিজিনাল উইন্ডোজ টেনসহ বাজারে এলজি গ্রাম ১৭, গ্রাম ১৫ ও এলজি গ্রাম মডেলের ল্যাপটপ ছেড়েছে এলজি। ল্যাপটপগুলো একবার চার্জ দিলে টানা ১৯ দশমিক ৫ ঘণ্টা কাজ করা যাবে।

এলজির ওয়েবসাইট সূত্রে জানা গেছে, এলজি গ্রাম ১৭ ইঞ্চির ল্যাপটপটি সবচেয়ে হালকা ল্যাপটপ হিসেবে ২০১৯ সালের ব্রুয়ারিতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের জায়গা করে নিয়েছে।

এটি এ বছরের কনজিউমার ইলেকট্রনিক শোতে দেখানো হয় যার ওজন ১ কেজিরও নিচে।
কী আছে ল্যাপটপে : এলজি গ্রাম ১৭ ল্যাপটপে রয়েছে ১৭ ইঞ্চির ডাব্লিউকিউএক্সভিজিএ (২৫৬০ বাই ১৬০০ পিক্সেল) আইপিএস-এসআরজিবি ডিসপ্লে প্যানেল। এটিতে রয়েছে অষ্টম জেনারেশন ইন্টেল কোরআই সেভেন প্রসেসর, ইন্টেল ইউএইচডি গ্রাফিকস, ৮ গিগা ডিডিআর ৪ র‌্যাম এবং ৫১২ গিগা
সলিড-স্টেট ড্রাইভ।

বাজারের সবচেয়ে হালকা এই ল্যাপটপে অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট রিডার, গ্লাস টাচপ্যাড, ব্যাকলিট কি-বোর্ড এবং ডিটিএস হেডফোন এক্স অডিও সাপোর্ট ইত্যাদি।
[সূত্র: গেজেটস নাউ]

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট