চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

এআই’র কারণে চাকরি হারাবে ৩০ কোটি মানুষ

অনলাইন ডেস্ক

৩ এপ্রিল, ২০২৩ | ১১:১৭ অপরাহ্ণ

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে চাকরি খোয়াবেন বিশ্বের ৩০ কোটি মানুষ। সম্প্রতি এক সমীক্ষা রিপোর্টে এমনই দাবি করেছে শীর্ষ মার্কিন বিনিয়োগ সংস্থা গোল্ডম্যান শ্যাক্স।

 

রিপোর্টে বলা হয়েছে, আগামী দিনে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের দুই-তৃতীয়াংশ চাকরির বাজার চলে যাবে, আর এর জায়গা নেবে কৃত্রিম বুদ্ধিমত্তা। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান পেশার মধ্যে অনেক ক্ষেত্রেই আংশিক কাজের জায়গা নিয়ে নেবে কৃত্রিম বুদ্ধিমত্তা। প্রায় ২০ থেকে ৫০ শতাংশ কাজ করে দেবে নতুন এ প্রযুক্তি।

 

শুধু আশঙ্কা নয়, একইসঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আশার বাণীর কথা বলা হয়েছে। রিপোর্টে উল্লেখ, এআই শ্রমবাজারকে প্রভাবিত করলেও এটি বিশ্বের জিডিপিকে ৭ শতাংশের মতো বাড়িয়ে দিতে পারে। এ প্রসঙ্গে চ্যাটজিপিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির কথাও বলা হয়েছে।

 

গোল্ডম্যান শ্যাক্স রিপোর্টে জানিয়েছে, মানুষ যেভাবে কম্পিউটারে কাজ, বই লেখে বা ছবি আঁকে, ঠিক সেই কাজ খুবই কম সময়ের মধ্যে করে ফেলতে পারে চ্যাটজিপিটির মতো জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা। এর ফলে, আগামীতে উৎপাদনশীলতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। তথ্যসূত্র: যুগান্তর

 

পূর্বকোণ/সাফা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট