চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

এআই চ্যাটবট নিয়ে গুগলের সতর্কতা

অনলাইন ডেস্ক

১২ ফেব্রুয়ারি, ২০২৩ | ১০:৫০ অপরাহ্ণ

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট নিয়ে পুরো বিশ্ব আলোচনায় মগ্ন। ওপেনএআইয়ের চ্যাটজিপিটি, গুগলের বার্ডসহ আরো অনেক টুল নিয়ে আলোচনা চলছে। তবে এসব চ্যাটবট অমূলক বা ভ্রান্ত তথ্য দিতে পারে বলে জানিয়েছে গুগলের মালিকানা প্রতিষ্ঠান অ্যালফাবেট। সম্প্রতি একটি সংবাদপত্রে প্রকাশিত সাক্ষাৎকার সূত্রে এ তথ্য জানা গেছে। খবর রয়টার্স।

জার্মানির ওয়েল্ট অ্যাম সনট্যাগ সংবাদপত্রকে দেয়া সাক্ষাৎকারে গুগল সার্চের প্রধান ও গুগলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রভাকর রাঘাভান বলেন, ‘‌বর্তমানে আমরা যে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা করছি এটি কোনো এক সময় হ্যালুসিনেশন বা মতিভ্রম তৈরি করবে।’

 

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবটের কার্যক্রমের কথা জানাতে গিয়ে তিনি বলেন, মেশিনটিকে কোনো কিছু জিজ্ঞাসা করা হলে হয়তো গ্রহণযোগ্য কোনো উত্তর দেবে। কিন্তু আসলে এর পুরোটাই বানোয়াট। গত নভেম্বরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি প্রকাশ্যে আসার পর থেকে এর সমালোচনা করছে। এর মালিকানা প্রতিষ্ঠান ওপেনএআইতে ১ হাজার কোটি ডলার বিনিয়োগের কথা জানিয়েছে মাইক্রোসফট।

প্রকাশ্যে আসার পর থেকে চ্যাটবটটি ব্যবহারকারীদের যেকোনো প্রশ্নের উত্তরে মানুষের মতো যোগাযোগ করায় সাড়া ফেলে দিয়েছে। চ্যাটজিপিটির পর অ্যালফাবেট চলতি সপ্তাহে তাদের চ্যাটবট টুল বার্ড প্রকাশ্যে আনে। কিন্তু প্রচারণামূলক ভিডিওতে ভুল তথ্য প্রকাশ করায় এটি একদিনে গুগলের ১০ হাজার কোটি ডলার লোকসান করিয়েছে। অ্যালফাবেট এখন বার্ডের কার্যক্রম নিয়ে গবেষণা করছে। কবে নাগাদ এটি সাধারণের ব্যবহারের জন্য চালু করা হবে বা প্রকাশ্যে আনা হবে সে বিষয়ে কিছু জানা যায়নি। তথ্যসূত্র: বণিক বার্তা

 

পূর্বকোণ/সাফা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট