চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

হোয়াটসঅ্যাপে নতুন দুই ফিচার

৪ মে, ২০১৯ | ৩:০২ অপরাহ্ণ

সম্প্রতি ভুয়া সংবাদ চিহ্নিত ও প্রতিরোধে নতুন দুটি ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ। এবার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন আরও একটি ফিচার নিয়ে এসেছে তারা। প্রতিষ্ঠানটি বলছে, এই ফিচারের মাধ্যমে গ্রাহকসেবা আরও উন্নত হবে।
বেশ কয়েকটি প্রযুক্তি ভিত্তিক গণমাধ্যমের বরাত দিয়ে গেজেটস নাউ জানিয়েছে,
হোয়াটসঅ্যাপের চালু করা নতুন ফিচারটির নাম ‘ইগনোর আর্কাইভড চ্যাটস’। অবশ্য কেউ কেউ বলছে ‘ভ্যাকেশন মোড’ ফিচারের নাম পরিবর্তন করে ইগনোর আর্কাইভড চ্যাটস রাখা হয়েছে।
এই ফিচার গত বছরের প্রথম পরীক্ষামূলকভাবে চালু করা হয়। এতে সফলতা পাওয়ায় এবার সব ব্যবহারকারীর জন্য সুবিধাটি চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। ভ্যাকেশন মোড চালু করা হয় যেন গ্রাহকরা বিরক্তিকর চ্যাটগুলোকে সম্পূর্ণভাবে এড়িয়ে চলতে পারেন। অর্থাৎ এই মোড ব্যবহারের মাধ্যমে কোনও চ্যাট মিউট করলে সেটা আনমিউট করার আগ পর্যন্ত সেভাবেই থাকবে।
দ্রুতই হোয়াটসঅ্যাপের নতুন ফিচারটি সব ব্যবহারকারী পাবেন। তবে ঠিক কবে থেকে এটা চালু করা হবে তার নির্দিষ্ট কোনও তারিখ ঘোষণা করেনি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
[সূত্র: গেজেটস নাউ]

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট