চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পানিসমৃদ্ধ দুই গ্রহের সন্ধান জানালেন বিজ্ঞানীরা

তথ্য প্রযুক্তি ডেস্ক

১৯ ডিসেম্বর, ২০২২ | ১১:২২ পূর্বাহ্ণ

পৃথিবী থেকে ২১৮ আলোকবর্ষ দূরে লিরা নক্ষত্রমণ্ডলে দুটি গ্রহে বিপুল পরিমাণ পানি রয়েছে বলে আশা করছেন বিজ্ঞানীরা।

যে গ্রহ দুটি ঘিরে এই আশা বিজ্ঞানীদের সেই গ্রহ দুটি হলো কেপলার-১৩৮সি এবং কেপলার-১৩৮ডি। গ্রহ দুটি ঘুরছে একটি বামনাকারের লাল নক্ষত্রকে ঘিরে।

গ্রহ দুটির গতিপ্রকৃতি দেখে মহাকাশ বিজ্ঞানীদের ধারণা, তাতে পানির বিপুল ভান্ডার রয়েছে। কানাডার একটি বিশ্ববিদ্যালয় এক্সোপ্ল্যানেট নিয়ে গবেষণা করেছিল। তাদের গবেষণা প্রতিবেদনে এ বিষয়টি তুলে ধরা হয়েছে।

গ্রহ দুটিই আকারে পৃথিবীর অর্ধেক। যে নক্ষত্রকে কেন্দ্র করে গ্রহ দু’টি ঘুরছে সেই নক্ষত্রসহ গ্রহ দুটি আবিষ্কার করেছিল নাসার কেপলার টেলিস্কোপ। সেই গ্রহ দু’টিকে পর্যবেক্ষণ করে পাওয়া নানা তথ্য খতিয়ে দেখে বিজ্ঞানীরা মনে করছেন, সেখানে এমন কিছু আছে যা পাথরের থেকে হালকা কিন্তু হাইড্রোজেন এবং হিলিয়ামের থেকে ভারী।

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট