চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি, সাইবার আদালতে মামলা

নিজস্ব প্রতিবেদক

১৩ ডিসেম্বর, ২০২২ | ৮:১৭ অপরাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করে ফেইসবুকে পোস্ট দেয়ার দায়ে এক ব্যক্তির বিরুদ্ধে সাইবার আদালতে মামলা করেছেন ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের এক নেতা। তিনি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক।

মামলার আসামি করা হয়েছে চন্দনাইশ উপজেলার পূর্ব সাতবাড়ীয়া এলাকার বাদশা পাড়ার মো. আব্দুস সাত্তারের ছেলে মোহাম্মদ সাইফুদ্দীনকে (২৮)।

 

সম্প্রতি দায়ের করা মামলার বিবরণে বলা হয়, আসামি বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের রাজনীতির সাথে জড়িত। তিনি বিভিন্ন সময়ে সরকারের বিরুদ্ধে অপপ্রচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতির জনক বঙ্গবন্ধুর ছবি ব্যঙ্গ করে নানা ধরনের মানহানিকর আপত্তিকর ও বিভ্রান্তিকর ছবিসহ ফেসবুকে পোস্ট করেছেন।

মামলায় গত ১১-২৩ নভেম্বর পর্যন্ত ফেসবুকের বেশ কিছু লিংকের কথা উল্লেখ করা হয়, যা প্রধানমন্ত্রী ও তার পরিবারের জন্য মানহানিকর, যা ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে শাস্তিযোগ্য অপরাধ।

বাদীর আইনজীবী আরিফুদ্দীন চৌধুরী জানান, মামলাটি কাউন্টার টেররিজম ইউনিট চট্টগ্রামকে তদন্তের জন্য আদালত নির্দেশ দিয়েছেন।

 

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট