চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

রোবট কর্মীর দিকে ঝুঁকছে অ্যামাজন

৪ মে, ২০১৯ | ২:৫২ অপরাহ্ণ

অ্যামাজন সম্প্রতি যুক্তরাষ্ট্রের কলোরাডো বোল্ডারের রোবটিকস স্টার্টআপ ক্যানভাস টেকনোলজিকে কিনে নিয়েছে। এই কোম্পানিটি মূলত অটোমেটেড কার্ট তৈরি করে যা গুদামে পণ্য আনা নেওয়ার কাজে ব্যবহার হয়।
টেকক্রাঞ্চের এক রিপোর্ট থেকে জানা যায়, ইতিমধ্যে কোম্পানি দু’টির মধ্যে একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে।
অ্যামাজনের একজন মুখপাত্র এ চুক্তির কথা স্বীকারও করেছেন। তিনি জানান, ভবিষ্যতে একটি সাধারণ অভিপ্রায় নিয়ে কাজ করবে কোম্পানি দুটি যেখানে রোবটের পাশাপাশি মানুষও কাজ করবে। আমরা এই রোবোটিকস প্রযুক্তির সাহায্যে আমাদের কর্মীদের নিরাপত্তা এবং কর্মক্ষেত্রের অভিজ্ঞতাকে আরও উন্নত করতে চাই। তবে ঠিক কত টাকায় ক্যানভাস টেকনোলজিকে অধিগ্রহণ করলো অ্যামাজন সে বিষয়ে কোনও মন্তব্য করেনি অ্যামাজনের ওই মুখপাত্র।
[সূত্র: গেজেটস নাউ]

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট