চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলায় অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক

২৯ সেপ্টেম্বর, ২০২২ | ১:৪৮ অপরাহ্ণ

একটি বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে অস্ট্রেলিয়ার টেলিকমিউনিকেশন খাতের দ্বিতীয় বৃহত্তম প্রতিষ্ঠান অপটাস। চলতি বছরের ৩১ মার্চের প্রতিবেদন অনুযায়ী অপটাস গ্রাহক সংখ্যা ১ কোটির কিছু বেশি।

এ হামলায় অপটাসের ৯৮ লাখ গ্রাহকের তথ্য চুরির আশঙ্কা করা হচ্ছে; যা অষ্ট্রেলিয়ার মোট জনসংখ্যার ৩৭ শতাংশ। অপটাস বলছে, শুধুমাত্র বর্তমান গ্রাহকদের তথ্যই চুরি হয়নি, ২০১৭ সালের আগের গ্রাহকদের তথ্যও চুরি হয়ে থাকতে পারে।

যেসব তথ্য চুরি হয়েছে তার মধ্যে রয়েছে নাম, জন্মতারিখ, ফোন নম্বর, ই-মেইল ঠিকানা, পাসপোর্ট নম্বর এবং ড্রাইভিং লাইসেন্স নম্বর। তবে আর্থিক কোনো তথ্য বা কোনো পাসওয়ার্ড চুরি হয়নি বলে দাবি করা হচ্ছে অপটাসের তরফ থেকে।

২১ সেপ্টেম্বর হামলার বিষয়টি বুঝতে পারার সঙ্গে সঙ্গেই অপটাস তা অষ্ট্রেলিয়ান ফেডারেল পুলিশকে জানায় ও হামলা প্রতিহত করে। এ ঘটনাকে অস্ট্রেলিয়ার ইতিহাসের সবচেয়ে বড় তথ্য চুরির ঘটনা বলে আখ্যা দেওয়া হচ্ছে।

স্থানীয় গণমাধ্যম বলছে, এতো বড় চুরির ঘটনাটি দেশের বাইরে থেকে সংঘটিত হয়েছে।

অস্ট্রেলিয়া সরকার এ ঘটনাকে নজিরবিহীন আখ্যায়িত করে স্পর্শকাতর তথ্য চুরির জন্য অপটাসকে দায়ী করছে। সূত্র : সিএসও অনলাইন ও বিবিসি।

পূর্বকোণ/আর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট