চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

আকাশে ওড়ার অপেক্ষায় দেশের প্রথম রকেট

নিজস্ব প্রতিবেদক

৫ ফেব্রুয়ারি, ২০২২ | ৫:৪৬ অপরাহ্ণ

দেশের প্রথম রকেট ধূমকেতু ওয়ান এখন আকাশে ওড়ার অপেক্ষায়। ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের একদল তরুণ উদ্ভাবন করেছেন প্রোটো টাইপের চারটি রকেট। যেগুলোর নাম দেয়া হয়েছে ধুমকেতু-ওয়ান এবং ধুমকেতু-টু।

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী নাহিয়ান আল রহমানের নেতৃত্বে রকেটটি তৈরি হয়। তিন বছর গবেষণার পর প্রাথমিক এ সফলতা পান তারা।

তবে সফলভাবে রকেট উৎক্ষেপণের আশা থাকলেও দরকার হতে পারে টেকনিক্যাল সাপোর্ট। গবেষক দলের সদস্যরা জানায়, আমাদের আরও টেকনিক্যাল সাপোর্ট প্রয়োজন, যার জন্য সরকারের সহযোগিতাও প্রয়োজন। আশা করছি আমরা শতভাগ সফল হবো।

 

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট