চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

‘৪৫ শতাংশ শিশু ফেসবুক ব্যবহার করে’

নিজস্ব প্রতিবেদক

২১ মে, ২০২১ | ৯:৫১ অপরাহ্ণ

পৃথিবীতে ১৩ বছরের কম বয়সী শিশুদের ৪৫ শতাংশ ফেসবুক ব্যবহার করে। ইনস্টাগ্রাম একাউন্ড আছে ৪০ শতাংশ শিশুর। থ্রনের একটি জরিপের তথ্য উদ্ধৃত করে এমন খবর দিয়েছে বিজনেস ইনসাইডার।

সম্প্রতি ফেসবুক জানিয়েছে, তারা শিশুদের জন্য ইনস্টাগ্রাম এপ বানানোর চেষ্টা করছে। এই খবরে যুক্তরাষ্ট্রের অনেক আইনজীবী উদ্বেগ প্রকাশ করেছেন।

ফেসবুকের বর্তমান পলিসি অনুযায়ী ১৩ বছরের কম বয়সীরা এপটিতে সাইনআপ করতে পারে না। তবে জরিপ বলছে, বয়স গোপন রেখে অনেক শিশু এপটি ব্যবহার করছে। আর তাদের সুরক্ষা দিতে কোম্পানিটি ব্যর্থ।

জরিপে দেখা গেছে, শিশুদের ৩৬ শতাংশ ফেসবুকে প্রতিনিয়ত হেনস্তার শিকার হয়। এর মধ্যে যৌন হেনস্তার মতো ঘটনা বেশি। ইনস্টাগ্রামে এটি ২৬ শতাংশ। ফেসবুক শিশু পর্নোগ্রাফির মঞ্চ হয়ে উঠতে পারে বলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আগেই সতর্ক করেছে।

তবে কোনো মার্কিন বা তাদের কোনো প্রতিনিধি নিয়মনীতিহীন এমন জায়গা সৃষ্টি করেননি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের কর্মকর্তারা। তারা বলছেন, বড় একটি কোম্পানির মালিক এ জায়গা সৃষ্টি করেছেন। ফেসবুক তাদের প্ল্যাটফর্মে যোগাযোগের ক্ষেত্রে এনক্রিপশন করেছে। তারপরেও উদ্বেগ শেষ হয়নি।

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট