চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

নতুন যেসব সুবিধা দিচ্ছে ফেসবুক

পূর্বকোণ ডেস্ক

১৯ এপ্রিল, ২০২১ | ৯:৫৪ অপরাহ্ণ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারকারীদের নতুন কিছু সুবিধা দিচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। এখন থেকে  চাইলে তাদের পোস্ট ও নোটস স্থানান্তর করতে পারবেন গুগল ডকুমেন্টস, ব্লগার ও ওয়ার্ডপ্রেস ডটকমের মতো সেবায়। ফেসবুক কর্তৃপক্ষ সোমবার এ সুবিধা আনার ঘোষণা দিয়েছে। ফেসবুক জানিয়েছে, তারা এমন একটি পদ্ধতি আনছে, যাতে ব্যবহারকারীরা তাদের পোস্ট অন্য ক্ষেত্রে স্থানান্তর করে নিতে পারবেন।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, ফেসবুকের নতুন এ পদক্ষেপের ফলে তাদের একচ্ছত্র আধিপত্য বিষয়ে যে উদ্বেগ রয়েছে, তা কিছুটা কমবে। ফেসবুকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী সেবাগুলোকে দমিয়ে রাখার নানা অভিযোগ রয়েছে।

ফেসবুক বিশ্বের বৃহত্তম সামাজিক যোগাযোগমাধ্যম হলেও প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোকে দমিয়ে একচেটিয়া ব্যবসা করছে বলে গত বছর যুক্তরাষ্ট্রে অভিযোগ ওঠে। অবশ্য শুধু ফেসবুক নয়, এমন অভিযোগ রয়েছে আমাজন ও গুগলের বিরুদ্ধেও। নিয়ন্ত্রক ও আইনপ্রণেতাদের কাছ থেকে এ তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অ-প্রতিযোগিতা সুলভ আচরণের অভিযোগ তোলা হয়।

পূর্বকোণ / আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট