চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

মিথ্যা ও অতিরঞ্জিত সংবাদ বন্ধে পদক্ষেপ নিচ্ছে ফেসবুক

আন্তর্জাতিক ডেস্ক

৩০ মে, ২০১৯ | ৬:৫৯ অপরাহ্ণ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানান ধরনের মিথ্যা ও অতিরঞ্জিত সংবাদ প্রকাশ করা হচ্ছিল বেশ আগে থেকেই। এটি বিদ্যমান আইনের পরিপন্থী হলেও এতদিন যাবত তেমন কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি ।

কিন্তু এসব বন্ধ করতে এবার নতুন সিকিউরিটি গাইডলাইন আনতে যাচ্ছে ফেসবুক। এই উদ্দেশ্যে কমিউনিটি স্ট্যান্ডার্ড ও এড পলিসিতে কিছু পরিবর্তনে পদক্ষেপ নেবে তারা। এই পদ্ধতিতে সহজেই ফেক একাউন্ট, জঙ্গিমূলক ও বিদ্বেষমূলক বার্তা ছড়ানো বন্ধ করা যাবে। নানান ধরনের হয়রানির শিকার থেকেও মুক্তি পাবে মানুষ ।

ভুয়া সংবাদ বন্ধে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে ফেসবুক। ভুল ও বিদ্বেষমূলক বার্তা ছড়ানোয় একাধিক একাউন্ট ও পেজ বন্ধ করেছে ফেসবুক। এছাড়াও উস্কানিমূলক বার্তা যে পেজ বা প্রোফাইলগুলি দিচ্ছে, তাদের নিউজ ফিড আটকে দিচ্ছে সংস্থাটি। পাশাপাশি ব্যবহারকারীদের নিজেদের পছন্দের খবর বা নিউজ ফিড বেছে নেয়ার স্বাধীনতাও দিয়েছে ফেসবুক।

যেকোন খবর বা পোস্টের নিচে ‘রিলেটেড আর্টিকল’-এ খবরটির সত্যতা সম্পর্কে অন্যদের মতামত তুলে ধরা হচ্ছে। ফলে কম থাকছে বিভ্রান্তি ছড়ানোর সম্ভাবনা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট