চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

সু স্থ থা কু ন

গ্রিন টি কমায় মাড়ির জীবাণু

২০ মে, ২০১৯ | ২:২০ পূর্বাহ্ণ

অনেকেরই মাড়ি থেকে রক্তপাত হয়। মাড়িতে এতই জীবাণু থাকে যে খুব সামান্য খোঁচা লাগলে অথবা অকারণেই মাড়ি থেকে রক্ত পড়ে। কিন্তু কেন হয় এই রোগ, জানেন না অনেকেই। কেবল হালকা একটা ধারণা আছে, দাঁত বা মাড়ি আলগা হয়ে গেলে বা সেখানের পেশি আঘাত পেলে এমন হয়।
কিন্তু জানেন কি আমেরিকার ন্যাশানাল ইন্সটিটিউট অব ডেন্টাল অ্যান্ড ক্রানিওফেসিয়াল রিসার্চের গবেষকরা বলেন, এই সাধারণ অসুখটিও ডেকে আনতে পারে হৃদরোগ, ডায়াবেটিস বা ফুসফুসের অসুখ।
কেন রক্তপাত হয় মাড়ি থেকে ?
প্লাক নামক এক ধরনের জীবাণুর প্রভাবে এই সমস্যা হতে পারে।
মাড়ির টিস্যুগুলোর স্বাভাবিক কর্মক্ষমতা নষ্ট করে ধূপমান। কাজেই ধূমপায়ীদের এই সমস্যা বেশি হয়। গর্ভবতী নারীদের হরমোনের পরিবর্তনের কারণে এই সমস্যা হয়।
ভিটামিন সি ও পানির অভাব মাড়ির সমস্যা তৈরি করে।
অনেকে বংশগত ভাবে এই রোগের শিকার হন।
ঘরোয়া পদ্ধতি
প্রতিদিন উষ্ণ পানিতে লবণ মিশিয়ে তিন বার কুলকুচি করলে অনেকটা আরাম পাওয়া যায়।
ভিটামিন সি ও ভিটামিন কে সমৃদ্ধ খাবার রাখুন প্রতি দিনের ডায়েটে।
সামান্য উষ্ণ পানিতে বেকিং সোডা মিশিয়ে থকথকে করে মুখে রাখুন। এটি মুখের ভিতরের অ্যাসিডকে নিষ্ক্রিয় করবে।
গ্রিন টি মাড়ির জীবাণু নষ্ট করে সহজেই। কাজেই গ্রিন টি ভেজানো পানি দিয়ে কুলকুচি করলে ফল পাবেন দ্রুত।
তবে এগুলো সবই প্রাথমিক ওষুধ। ঠিক কোন কারণে সমস্যা হচ্ছে তা জানতে চিকিৎসকের কাছে যেতে হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট