চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চর্মরোগে মলম বা লোশনের পরিমাপ

ডা. প্রীতীশ বড়ুয়া

১০ অক্টোবর, ২০১৯ | ১:৩২ পূর্বাহ্ণ

চর্মরোগে কতটুকু মলম বা লোশন লাগাতে হতে পারে- এ নিয়ে আমাদের ধারণা খুব কম। শরীরের ভেতরে চর্মরোগের বিস্তৃতি দেখতে না পারায় চিকিৎসকের পক্ষেও অনেকসময় পরিমাণ বলা সম্ভব হয় না। দেখা গেছে, প্রয়োজনের চেয়ে কম পরিমাণ মলম বা লোশন ব্যবহারে রোগ মোটেই কমে না বরং বারবার হতে থাকে। পরিমাণ নির্ধারণের জন্য ১৯৯১ সালে লং এবং ফিনলে নামের দুই জন চিকিৎসক একটি পদ্ধতির কথা উল্লে¬খ করেন। ‘ফিঙ্গার টিপ ইউনিট’ নামের এই পদ্ধতিটি চুলচেরা না হলেও গোটা বিশ্বে এ যাবত ব্যবহৃত হয়ে আসছে। এতে তর্জনীর অগ্রভাগ থেকে প্রথম কড়া পর্যন্ত নির্গত মলম টুকুকে এক ফিংগার টিপ ইউনিট হিসাবে ধরা হয়। তবে মলমটির টিউবের মুখ ৫ মিমি ব্যাসের হতে হবে। লোশন বা তরল কিছুর বেলায় কিন্তু তর্জনী দিয়ে সম্ভব হয় না। সে ক্ষেত্রে হাতের তালু ব্যবহার করা হয়। তালুর মধ্যখানে পুরনো সিকি পরিমাণ জায়গা দখল করা লোশন বা তরলকে এক ইউনিট ধরা হয়। তর্জনী বা তালুর এক ইউনিটে সাধারণত ০.৫ গ্রাম মলম বা লোশন থাকে- যা দিয়ে দুই হাতের তালুর মাপের সমান রোগাক্রান্ত স্থানে একবার লাগানো যায়। এখানে তালু বলতে আঙুল সহ বোঝানো হয়েছে। এই পদ্ধতিতে মলম বা লোশনের ইউনিটটিকে একক ধরে শরীরের আক্রান্ত স্থান বা স্থানগুলিতে কি পরিমাণ মলম বা লোশন লাগতে হতে পারে তার একটা ধারণা পাওয়া যায়। যেমন- দুই উরুর সন্ধিস্থলে আক্রান্ত চর্মরোগে একবার লাগানোর জন্য দুই হাতের তালু আবরিত করা যায় এমন এক ইউনিট মলম বা লোশন প্রয়োজন। দিনে ২ বার করে যদি ২০ দিন লাগানোর পরামর্শ থাকে, তাহলে ০.৫ গ্রাম গুন ২ গুন ২০ = ২০ গ্রাম মলম বা লোশন প্রয়োজন। তাহলে দেখা যাচ্ছে বাজারে প্রচলিত ১০ বা ৫ গ্রামের মলম বা লোশনের বোতল যথাক্রমে ২ বা ৪ টি লাগতে পারে। চর্মরোগ সারাদেহে ছড়িয়ে ছিটিয়ে থাকলে হাতের তালু মাপ দিয়ে তার একটা হিসাব বের করে মলম বা লোশন লাগাতে হবে। নির্দিষ্ট অঞ্চল জুড়ে চর্মরোগটি বিস্তৃত থাকলে মলম বা লোশন এর পরিমাপ ছবিতে দেওয়া হয়েছে। উল্লে¬খিত হিসাব মূলত পূর্ণ-বয়স্ক মানুষের জন্য প্রযোজ্য, শিশুদের আকার আয়তন ছোট বিধায় সঙ্গত কারণেই পরিমাণ কম লাগে। শিশুদের ক্ষেত্রে সাধারণত প্রাপ্ত বয়স্কের কমবেশী ১/৬ থেকে ১/২ ভাগ মলম বা লোশন ব্যবহৃত হতে পারে, তবে হাতের তালুর হিসাবটি অপেক্ষাকৃত সোজা। চর্মরোগে মলম বা লোশন লাগানোর এই মাপটুকু আমাদের সবার জানা থাকা প্রয়োজন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট