চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

একমাসে সর্বনিম্নে ডেঙ্গু রোগীর সংখ্যা

নিজস্ব প্রতিবেদক

৭ সেপ্টেম্বর, ২০১৯ | ৯:৩৬ অপরাহ্ণ

গত ২৪ ঘণ্টায় সারাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে ৬০৭ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন রোগীর সংখ্যা এক মাসের মধ্যে এটিই সর্বনিম্ন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুয়ায়ী, ঠিক এক মাস আগে গত ৭ আগস্ট এ সংখ্যাটি ছিল ২ হাজার ৪শ ২৮ জন। এরপর আক্রান্তের সংখ্যা কয়েক দিন সামান্য কমলেও ১১ আগস্ট আবার ২ হাজার ৩শ ৩৫ জনে উঠেছিল। ৩১ আগস্ট এ সংখ্যা হাজারের নিচে নামার পর প্রতিদিনই কমছে নতুন রোগীর সংখ্যা

শুক্রবার (৬ সেপ্টেম্বর) ডেঙ্গু জ্বর নিয়ে ৭৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২শ জন কমে সংখ্যাটি ৩০ দিনে সর্বনিম্ন পর্যায়ে নেমে এল।

এডিস মশাবাহিত ডেঙ্গুতে চলতি বছর এই পর্যন্ত ৭৫ হাজার ৭শ ৫৩ জনকে হাসপাতালে ভর্তি হতে হয় বলে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য। এর মধ্যে শুধু আগস্ট মাসেই আক্রান্ত হন ৫২ হাজার ৬শ ৩৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, আক্রান্তদের মধ্যে ৯৫ শতাংশ অর্থাৎ ৭২ হাজার ১শ ১৪ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ।

পূর্বকোণ/তাসফিয়া

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট