১৩ মার্চ, ২০২৩ | ১২:০৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
প্রায় ৬০ শতাংশ নারী তাদের জীবদ্দশার কোন না কোন সময় এই মূত্রথলি বা নালীর সংক্রমণে সংক্রমিত হওয়ার আশঙ্কায় থাকেন। আর ২৫ শতাংশ নারীর ক্ষেত্রে ছয় মাসের মধ্যেই পুনরায় এই সংক্রমণে সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে। মূলত অসচেতনার অভাবেই মূত্রথলি সংক্রমণের শিকার হচ্ছে নারীরা। পুরুষরা এ সমস্যা পড়লেও নারীদের ক্ষেত্রে এর ঝুঁকিটা খুবই বেশি। যা মৃত্যুর কারণ হয়েও দাঁড়াতে পারে। তবে সুখবর হচ্ছে, সচেতনতা বৃদ্ধি আর জীবন যাপনের ধরন বা পদ্ধতি পরিবর্তন করতে পারলেই এ রোগ থেকে বাঁচা সম্ভব। গতকাল রবিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে ‘ইউরো-গাইনোকোলজি’ বিষয়ক সেমিনারে এসব তথ্য ওঠে আসে। যেখানে অংশ নেন দেশ ও বিদেশের স্ত্রী রোগ বিশেষজ্ঞগণ। প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞদের সংগঠন অবস্টেট্রিক্যাল এন্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) চট্টগ্রাম শাখা এ সেমিনারটি আয়োজন করে। সেমিনারে বিশেষজ্ঞরা বলেন, প্রকৃতি গত কারণে মূত্রথলির সংক্রমণ ও অন্যান্য সমস্যা পুরুষদের তুলনায় মহিলাদের অনেক বেশি। প্রসবজনিত জটিলতার কারণে জরায়ুসহ মূত্রথলি নেমে যাওয়া, প্রস্রাব আটকে রাখতে না পারা, এমনকি মূত্রথলি স্থায়ীভাবে ছিঁড়ে যাওয়ার মতো ঘটনাও সবচেয়ে বেশি হয়ে থাকে নারীদের। এছাড়া মেনোপজের পরে হরমোনের অভাবে মহিলারা জরায়ু ও মূত্রথলি বের হয়ে যাওয়া এবং প্রস্রাবের ওপর নিয়ন্ত্রণ হারানোর মতো সমস্যা ভোগেন নারীরা। তবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, পর্যাপ্ত পরিমাণে পানি পান করা, প্রস্রাবের বেগ চেপে না রাখা এবং ঢিলেঢালা সূতি কাপড় ব্যবহারসহ সুস্থভাবে জীবনযাপন করতে পারলেই এ রোগ থেকে বাঁচা সম্ভব। ওজিএসবি চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক ডা. কামরুন নেসা রুনার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন ওজিএসবির পাস্ট প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এম এ তাহের খান। বিশেষ অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত ফিস্টুলা বিশেষজ্ঞ সার্জন অধ্যাপক ডা. সায়েবা আকতার। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ান সার্জন ডা. অজয় রানে, ডা. ওসামা সাহিদ, ডা. এন্থনি চারকুই, ডা. তানভীর ও সারা চারকুই। ডা. ফারাহ নাজ মাবুদ ও ডা. আইনুর নাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে অংশ নেন চট্টগ্রাম মেডিকেল বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ইসমাইল খান, প্রখ্যাত ইনফার্টিলিটি স্পেশালিস্ট চিকিৎসক অধ্যাপক ডা. রোকেয়া বেগম, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যাপক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার, ওজিএসবি চট্টগ্রাম শাখার সেক্রেটারি অধ্যাপক ডা. শর্মিলা বড়ুয়া, গাইনি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শাহানারা চৌধুরী, অধ্যাপক ডা. শামীমা সিদ্দিকা, অধ্যাপক ডা. রওশন মোরশেদ প্রমুখ।
পূর্বকোণ/একে