৯ মার্চ, ২০২৩ | ১২:০৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
আজ বৃহস্পতিবার বিশ্ব কিডনি দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হবে। প্রতি বছর মার্চের দ্বিতীয় বৃহস্পতিবার এই দিবসটি পালিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে- ‘সবার জন্য সুস্থ কিডনি’।
ইন্টারন্যাশনাল সোসাইটি অব নেফ্রোলজি এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কিডনি ফাউন্ডেশনস ২০০৬ সাল থেকে মার্চের দ্বিতীয় বৃহস্পতিবার ‘বিশ্ব কিডনি দিবস’ হিসেবে ঘোষণা করেছে। দিবসটির উদ্দেশ্য হলো কিডনির অসুখ নিয়ে সবার মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।
দিবসটি উপলক্ষে আজ সকাল নয়টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল লবিতে একটি র্যালির আয়োজন করা হয়েছে।
পূর্বকোণ/একে