চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে ২৫ ডেঙ্গু রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

২১ আগস্ট, ২০১৯ | ৪:৪০ অপরাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। আজ বুধবার (২১ আগস্ট) নতুন ১৬ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে আজ বাড়ি ফিরেছেন ১৬ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৯৭ জন ডেঙ্গু রোগী। এরমধ্যে প্রাপ্তবয়স্ক রোগীর সংখ্যা ৮৪ এবং শিশু রোগীর সংখ্যা ১৩। এর মধ্যে গুরুতর অসুস্থ ৩ জনকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছিলো।

বিষয়টি পূর্বকোণকে নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আখতারুল ইসলাম। এখন পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ৫৫৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বিভিন্ন সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৮৪ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডিতে ৩জন, হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে ১জন, পটিয়াতে ১জন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ১জন, ইউএসটিসিতে ২জন, মেডিকেল সেন্টারে ১জনসহ ৯জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭জন। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, এ পর্যন্ত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ছাড়া বেসরকারি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে ২২০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে  ভর্তি আছেন ৫৫জন ডেঙ্গু রোগী ।

 

 

পূর্বকোণ/ময়মী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট