চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

দাঁতে পড়েছে কালো দাগ?

১৪ সেপ্টেম্বর, ২০২২ | ১১:৫১ অপরাহ্ণ

সুন্দর হাসি কে না চায়? সেই হাসিটুকু মলিন হতে পারে যদি দাঁতে দাগ থাকে। বিভিন্ন কারণে দাঁতে দাগ হতে পারে। বেশির ভাগ দাগ ঠিকমতো দাঁতের যত্ন নিলে পরিষ্কার হতে পারে। কিন্তু কিছু দাগ আবার চাইলেও নিয়ন্ত্রণ করা যায় না।

দাঁতে দাগ পড়ার কারণ:

১) দাঁতে পড়া প্ল্যাক ও ডিপোজিটের কারণে দাগ পড়তে পারে
২) দাঁতে ব্যাকটেরিয়াঘটিত ক্ষয় হয়ে গেলে দাঁতে দাগ দেখা যেতে পারে
৩) দাঁতের উপরিভাগের গঠনগত বা জন্মগত ত্রুটি হতে পারে
৪) দাঁতের মধ্যে ফ্লুয়াইডের আধিক্য হলে দাগ হতে পারে
৫) ধূমপানের কারণে দাঁতে দাগ পড়তে পারে
৬) কিছু দাগ ওষুধের কারণে হতে পারে। কিছু রক্তচাপের ওষুধ দাগ পড়তে সহায়তা করে
৭) দাঁতে আঘাতজনিত কারণে কিছুদিন পর দাঁতে দাগ পড়তে পারে
৮) অম্লজাতীয় খাদ্য ও পানীয় দাঁতে দাগ করে
৯) উচ্চ চিনিযুক্ত খাবার ও পানীয় দাঁতে দাগ করে
১০) মসলাজাতীয় খাবার দাঁতে দাগ করে
১১) বয়সজনিত কারণে দাঁতে দাগ পড়ে
১২) পান-জর্দা, সাদা পাতা দাঁতে দাগ করে

প্রতিরোধে করণীয়:

১) প্রতিদিন দুই বেলা সকালে খাবারের পর ও রাতে ঘুমানোর আগে দুই মিনিট ধরে দাঁত ব্রাশ করতে হবে
২) চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিরাপদ টুথপেস্ট ব্যবহার করতে হবে
৩) প্রতি রাতে একবার দুই দাঁতের মাঝখানে পরিষ্কার করার জন্য ডেন্টাল ফ্লস ব্যবহার করতে হবে
৪) যেসব খাদ্যে দাঁতে দাগ পড়ে; যেমন—পান, বিড়ি, সিগারেট, সাদা পাতা, জর্দা, চা, কফি, এলকোহল জাতীয় পানীয়—এসব বর্জন করতে হবে
৫) প্রতি ছয় মাস পর ডেন্টিস্টের পরামর্শ নিতে হবে

চিকিৎসা: দাঁতের দাগ ওঠানোর জন্য চিকিৎসকের পরামর্শে দাঁত সাদাকরণের উপাদান ব্যবহার করা উচিত। দাঁতের চিকিৎসকরা বিভিন্ন ধরনের দাঁত সাদাকরণের উপাদান ব্যবহার করে দাঁত সাদা করে থাকেন। অনেক সময় এসব উপাদান দাঁতের বহিরাবরণ এনামেল নষ্ট করে ফেলে। ফলে দাঁত শির শির করে। তথ্যসূত্র: কালের কণ্ঠ

পরামর্শদাতা: ডা. অনুপম পোদ্দার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, পেরিওডন্টোলজি অ্যান্ড ওরাল প্যাথলজি বিভাগ, ঢাকা ডেন্টাল কলেজ ও হাসপাতাল।

 

পূর্বকোণ/সাফা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট