চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

নিদ্রাহীনতায় করণীয়

অনলাইন ডেস্ক

২০ জুলাই, ২০২২ | ১২:৩১ পূর্বাহ্ণ

শারীরিক ও মানসিক সুস্থতার জন্য প্রতিদিন পর্যাপ্ত ঘুম ভীষণ প্রয়োজন। কিন্তু অনেক সময় রাতে সময়মতো বিছানায় গেলেও ঘুম আসতে চায় না। আর অনিদ্রার কারণে দিনভর কাজের এনার্জি পাওয়া যায় না, সারাক্ষণ ক্লান্ত লাগে।

জেনে নিন ঘুমের সমস্যা সমাধানে যা করবেন এবং যা করবেন না:

১) গ্যাজেট থেকে দূরে থাকুন: বিভিন্ন জরিপ বলছে, মোবাইল বা গ্যাজেট আসক্তির কারণে অনিদ্রার সমস্যা বেড়ে গেছে বর্তমানে। গ্যাজেটের স্ক্রিন থেকে আসা আলো ঘুমের ব্যাঘাত ঘটায়। ঘুমানোর আগে তাই গ্যাজেট সঙ্গে রাখবেন না। সম্ভব হলে কিছুক্ষণ মেডিটেশন করুন কিংবা বই পড়ুন।

২) ঘরের পরিবেশ গুরুত্বপূর্ণ: ঘুমের পরিবেশ তৈরি করুন ঘরে। অন্ধকার, শীতল ও আরামদায়ক পরিবেশ জরুরি ভালো ঘুমের জন্য। বেড রুমে কখনও টেলিভিশন রাখবেন না। জানালা-দরজায় ব্যবহার করুন ভারি পর্দা। চাইলে ওয়ার্ম লাইট জ্বালিয়ে দিতে পারেন ঘুমানোর আগে।

৩) সন্ধ্যার পর ক্যাফেইন গ্রহণ করবেন না: ক্যাফেইন মস্তিষ্ককে উত্তেজিত করে। সন্ধ্যার পর তাই চা কিংবা কফি না খেলেই ভালো করবেন।

৪) নজর দিন খাদ্যাভ্যাসের দিকে: ঘুমানোর অন্তত দুই বা তিন ঘণ্টা আগে রাতের খাবার খাবেন। ভারি খাবার খেয়ে সঙ্গে সঙ্গে ঘুমাতে গেলে হজমের সমস্যা দেখা দিতে পারে। রাতে ভাজাপোড়া বা অতিরিক্ত তেলমসলা আছে এমন খাবার খাবেন না। এর বদলে স্যুপ, সালাদ, সবজি খেতে পারেন।

৫) সময় মতো ঘুমাতে যান: ঘুম আসুক কিংবা না আসুক, প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে ঘুমাতে চলে যাবেন। এতে ধীরে ধীরে ঠিক একই সময়ে শরীর ও মস্তিষ্ক নিজেকে প্রস্তুত করে ফেলবে ঘুমানোর জন্য।

৬) দিনের ঘুমকে বিদায় জানান: অনেকে দুপুরে খাবার পর কিংবা বিকেলে বিশ্রাম নেন বা অল্প সময় ঘুমিয়ে নেন। এই অভ্যাস বাদ দিয়ে দিন রাতে অনিদ্রার সমস্যায় ভুগলে।

৭) শরীরচর্চা জরুরি: প্রতিদিন কিছুক্ষণ ব্যায়াম করবেন। ভালো ঘুমের জন্য এটি ভীষণ গুরুত্বপূর্ণ।

 

পূর্বকোণ/সাফা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট