চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

ডেঙ্গুর যে লক্ষণগুলো নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

অনলাইন ডেস্ক

২৮ জুলাই, ২০১৯ | ২:৫৩ অপরাহ্ণ

ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষ এখন ডেঙ্গু আতঙ্কে রয়েছেন।এডিস নামের মশার কামড়ে এই প্রাণঘাতি রোগের সংক্রমণ ঘটে।

এ বিষয়ে গত ২১ জুলাই বিশেষ সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটিতে তাদের ভেরিফায়েড পেইজে এ সংক্রান্ত একটি বিবৃতি দিয়েছে।

সেখানে ডেঙ্গুর যে লক্ষণগুলোর বিষয়ে সতর্কবার্তা তুলে ধরা হয়েছে,

সেগলোহলো:

আপনার যদি ৩-৭ দিন ধরে জ্বরের পাশাপাশি নিম্নলিখিত উপসর্গগুলো থাকে তবে বুঝতে হবে যে, আপনি
ডেঙ্গু রোগে আক্রান্ত

১. প্রচণ্ড পেটে ব্যথা
২.মাড়িতে রক্তপাত
৩. দীর্ঘকালীন বমি
৪. ক্লান্তি / অস্থিরতা
৫. দ্রুত শ্বাস-প্রশ্বাস
৬. বমিতে রক্ত

এ ধরনের সমস্যা দেখা দিলে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছে ডব্লিউএইচও।

প্রসঙ্গত, সরকারি হিসাব অনুয়ায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে শুক্রবার (২৬ জুলাই) পর্যন্ত প্রায় ৯ হাজার ৬৫৭ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত মারা গেছেন নয়জন। তবে বেসরকারি বিভিন্ন সূত্র বলছে, ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতের সংখ্যা অনেক বেশি।

এছাড়া সারাদেশের বিভিন্ন হাসপাতালে শুক্রবার সকাল ৮ টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত আরো ৬৮৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই সংখ্যা গত এক মাসের (২৬ জুন-২৭ জুলাই) মধ্যে সর্বোচ্চ।

 

আইসিডিডিআরবির গবেষণায় যে ওষুধ অকার্যকর বলে প্রমাণিত হয়েছে, সেগুলো দিয়েই চলছে ঢাকার দুই সিটির মশক নিধন কার্যক্রম। আর এ কারণেই এডিস মশাবাহিত ডেঙ্গু রোগের ভয়াবহতা কমছে না, এমন মন্তব্য বিশেষজ্ঞদের।

 

 

পূর্বকোণ/ময়মী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট