চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ওজনই পাতছে ক্যানসারের মরণফাঁদ!

স্বাস্থ্য ডেস্ক

৯ জুলাই, ২০১৯ | ৬:০২ অপরাহ্ণ

একথা আমরা সবাই জানি যে ধূমপানই ক্যান্সারের কারণ।

কিন্তু আপনার লোভাতুর দৃষ্টি, ভারী চেহারাও যে ক্যান্সারের অন্যতম কারণ হতে পারে তা জানেন কি?

সম্প্রতি বিবিসির একটি সমীক্ষা থেকে জানা গিয়েছে ওবেসিটি বা স্থূলতা ক্যান্সারের অন্যতম একটি কারণ। লিভার, কিডনি বা কোলন ক্যান্সারের অন্যতম কারণ হল এই ওবেসিটি। ওজন বাড়লেই এই ধরনের ক্যান্সারের সম্ভাবনা বাড়ে।



সমীক্ষায় এমনও উঠে এসেছে যে, ধূমপায়ীর সংখ্যা বরং আগের চাইতে অনেক কমেছে। কিন্তু বেড়েছে ওবেসিটির হার। ওবেসিটির ফলে শরীরে হরমোনের তারতম্য দেখা দিচ্ছে। এর ফলে কোষ তাড়াতাড়ি বিভাজিত হয়ে ক্যান্সারের কোষ তৈরি করছে। ওবেসিটিতে ভুগছেন এরকম লোকের সংখ্যা এখন অনেক বেশি। এবং চিকিৎসকদের কাছেও ভিড় বেড়েছে আক্রান্তদের। ফাস্ট ফুড, প্যাকেজড ড্রিংক এর মুখ্য কারণ। তাছাড়া বিশেষজ্ঞদের মতে নিয়মিত ব্যায়াম না করা, অনিয়মিত জীবনযাপনও এর জন্য দায়ী ওবেসিটির জন্য।

ওবেসিটির জন্য সকলেই ব্যস্ত জীবনযাত্রাকে দায়ী করেছেন। সময়ে খাওয়া এবং সঠিক খাওয়া না হলেই এই ধরনের সমস্যা বাড়বে।

এছাড়াও গবেষকরা বার বার সকলকে অনুরোধ করেছেন পরিবারকে সময় দিন। সুষম আহার করুন। এবং শরীরচর্চা আবশ্যক।

পূর্বকোণ/ময়মী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট